Posts

Showing posts from August, 2019

চট্টগ্রামের শিপইয়ার্ডে দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু

Image
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ শ্রমিক চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়ি উপকূলীয় এলাকায় জিরি সুবেদার নামে একটি শিপব্রেকিং ইয়ার্ডে পুরাতন জাহাজে দুর্ঘটনায় অন্তত দুজন শ্রমিক নিহত ও আরও ৫ জন আহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে সোয়া ৫টায় বার আউলিয়া ফুলতলা গ্রামে পুরাতন জাহাজে উঠতে গিয়ে ওপর থেকে নীচে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- আমিনুল ইসলাম (৫৬) ও তুষার চাকমা (২৩)। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত)  শামীম শেখ জানান, বার আউলিয়া ফুলতলায় জিরি সুবেদার শিপব্রেকিং ইয়ার্ডে কয়েকজন শ্রমিক একটি পুরাতন জাহাজের ঝুলন্ত সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল। এসময় কোপ্পা (লোহার বড় আংটা) ছিঁড়ে নিচে পড়ে ১২ থেকে ১৫ জন শ্রমিক আহত হন। ঘটনাস্থলেই দুজন শ্রমিক নিহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার ঢাকা ট্রিবিউনকে বলেন, "আহত অবস্থায় ৭ শ্রমিক হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকিরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।"

সাইন্সল্যাবে বোমা বিস্ফোরণে ২ পুলিশ সদস্য আহত

Image
তবে, এটি কোনও সন্ত্রাসী হামলা কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি রাজধানীর সাইন্সল্যাবে বোমা বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত অবস্থায় উই দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুই পুলিশ সদস্য হলেন- সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন (৩৫) ও কনস্টেবল আমিনুল (৪০)। শনিবার আনুমানিক রাত ৯টা ২০ মিনিটে সাইন্সল্যাব মোড়ের পুলিশ বক্সের সামনে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।   তিনি জানান, হঠাৎ করে পুলিশ বক্সের সামনে বোমা বিস্ফোরণে এক এএসআই এবং কনস্টেবল আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন আছেন। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বিস্ফোরণে এএসআই শাহাবুদ্দিনের দুই পায়ে এবং কনস্টেবল আমিনুলের হাতে আঘাত লেগেছে। তবে এটি কোনও ধরনের সন্ত্রাসী হামলা কিনা জিজ্ঞেস করা হলে মাসুদুর রহমান ঢাকা ট্রিবিউনকে বলেন, "এ ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। আ...

যৌন হয়রানির অভিযোগে পুলিশ কনস্টেবলেকে তরুণীদের জুতাপেটা

Image
কনস্টেবল সাব্বির হোসেন ওই নারীর শরীরে হাত দেন যৌন হয়রানির অভিযোগে রাজশাহী নগরীতে সাব্বির হোসেন (৩০) নামে এক পুলিশ কনস্টেবলকে জুতাপেটা করেছেন কয়েকজন তরুণী।  বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকায় এঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ তরুণী ও স্থানীয়দের হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে রাজপাড়া থানা পুলিশ। অভিযুক্ত সাব্বির হোসেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পবা থানায় কর্মরত ছিলেন। রাতেই তাকে এই থানা থেকে প্রত্যাহার দেখানো হয়েছে। বর্তমানে তাকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনে রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাব্বির হোসেন লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকায় একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন। তিনি প্রায় প্রতিদিনই কাঁচাবাজারে বসে নারীদের যৌন হয়রানি করতেন। বৃহস্পতিবার রাতেও তিনি মদ্যপ অবস্থায় এলাকার এক তরুণীকে কটূক্তি করেন। এসময় এক তরুণীর গায়ে হাত দেন বলেও অভিযোগ ওঠে। ঘটনার প্রতিক্রিয়ায় ওই তরুণী পায়ের জুতা খুলে কনস্টেবল সাব্বিরকে পেটাতে শুরু করেন। এসময় ভুক্তভোগী তরুণীর সঙ্গে যোগ দেন আরো কয়েকজন তরুণী। এগিয়ে আসেন এলাকার লোকজনও। এক পর্যায়ে বিক্ষুব্ধদের...

জনগণের কল্যাণে কাজ করতে ছাত্রলীগের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

Image
'মানুষের কল্যাণে আমরা কতটুকু কাজ করতে পারলাম, সেই হিসেবটাই আমাদের করতে হবে' দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার জন্য ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩১ আগস্ট) বিকেলে জাতির পিতার ৪৪তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে গণভবনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, "যদি নিজেকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে গড়ে তুলতে হয় তাহলে সত্যিকারভাবে তার আদর্শ বুকে ধারণ করে তার মত ত্যাগী কর্মী হিসেবে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে হবে।" আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, "জাতির পিতা সারাজীবন কষ্ট সহ্য করেছেন। এমনকি তার জীবনটি পর্যন্ত মানুষের জন্য দিয়ে গেছেন। জাতির পিতা জনগণকেই সবচেয়ে বেশি ভালবাসতেন। তিনি কখনও আমাদের কথা কিন্তু বলেননি। বলেছেন বাংলার সাধারণ মানুষের কথা। কাজেই তিনি যাদের ভালবাসতেন তাদের কল্যাণ করাটা সন্তান হিসেবে আমি দায়িত্ব বলে মনে করি।" "জাতির পিতা এদেশের মানুষের কল্যাণে তার সবকিছু ত্যাগ করেছিলেন। সেই মানুষের কল্যাণে আমরা কত...

লুঙ্গির আড়ালে ইয়াবা ব্যবসা!

Image
জাবেদ কক্সবাজার ও চাঁদপুর জেলা থেকে ইয়াবা এনে মুন্সীগঞ্জ জেলায় ব্যবসা করছিলেন। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় লুঙ্গী ফেরি করে বিক্রির সময় ৫ হাজার ৩০ পিস ইয়াবাসহ মো. জাবেদ (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তিনি লুঙ্গি ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি করতেন বলে জানিয়েছে বাহিনীটি।  শনিবার(৩১ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার কুচিয়ামোড়া আদর্শ ডিগ্রি কলেজ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জাবেদ লৌহজং উপজেলার মৌছামান্দা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।  র‍্যাব-১১, সিপিসি-১'এর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, কুচিয়ামোড়া আদর্শ ডিগ্রি কলেজ এলাকার গাংচিল বাস কাউন্টারের সামনে লুঙ্গি ফেরি করে বিক্রির আড়ালে ইয়াবা বিক্রি হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করে জাবেদকে আটক করা হয়। এসময় ৫ হাজার ৩০ পিস ইয়াবা, মাদক বিক্রির এক হাজার ১০০ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।  পুলিশ সুপার এনায়েত হোসেন আরও জানান, জাবেদ কক্সবাজার ও চাঁদপুর জেলা থেকে ইয়াবা এনে মুন্সীগঞ্জ জেলায় ব্যবসা করছিলেন। এই ঘটনায় সিরাজদিখান থানায় মাদক দ্র...

মিন্নির জামিনের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ

Image
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘মিন্নি যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন, সেখানে তিনি ষড়যন্ত্রকারী হিসেবে নিজের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। আদালত তবু তাকে জামিন দিয়েছেন। আমরা এ আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছি’ বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ।  বৃহস্পতিবার (২৯ আগস্ট) মিন্নির জামিন প্রদানকারী হাইকোর্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারোয়ার হোসেন বাপ্পী এতথ্য জানান বলে এক প্রতিবেদনে জানায় বাংলা ট্রিবিউন। তিনি বলেন, “মিন্নিকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত। সেই রুল যথাযথ ঘোষণা করে মিন্নিকে জামিন দিয়েছেন আদালত। যেহেতু তিনি নারী এবং তিনি তার বাবার জিম্মায় থাকবেন, তাই তাকে জামিন দেওয়া হয়েছে। তবে এই জামিনের তিনি অপব্যবহার করবে না এবং মিডিয়ার সঙ্গে কথা বলতে পারবেন না। কিন্তু তিনি যদি জামিনের শর্ত অপব্যবহার করেন, তাহলে বিচারিক আদালত তার জামিন বাতিল করতে পারবেন।” ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, “মি...

জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বর সারাদেশে পবিত্র আশুরা উদযাপিত হবে। শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। পিআইডির তথ্য বিবরণীতে বলা হয়, শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। রবিবার থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে।সে প্রেক্ষিতে, আগামী ১০ মহররম অর্থাৎ ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সারাদেশে পবিত্র আশুরা উদযাপিত হবে। উল্লেখ্য, সারাবিশ্বের মুসলমানদের কাছে আশুরার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়। ইসলাম ধর্মমতে, মহান আল্লাহ ওই দিনেই পৃথিবী সৃষ্টি করেছেন এবং ওই দিনেই পৃথিবী ধ্বংস হবে। আশুরার দিনে বিশ্বে সংঘটিত অলৌকিক অনেক ধর্মীয় ঘটনার কারণে মুসলমানদের কাছে ১০ মহররম বিশেষভাবে মহিমান্বিত। এছাড়া ওই দিনে ঐতিহাসিক কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) সপরিবারে শাহাদাতবরণ করেন।

Image
লাইসেন্স বাতিলের আগে নিয়মানুযায়ী কারণ দর্শানোর নোটিশ পাঠাবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি মোবাইলফোন অপারেটর গ্রামীণফোন ও রবির লাইসেন্স বাতিলের উদ্যোগ নিতে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। পাওনা টাকা আদায়ের জন্য ব্যান্ডউইথ সীমিতকরণ ও এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) বন্ধের পর এ উদ্যোগ নিতে যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বাংলা ট্রিবিউন। লাইসেন্স বাতিলের আগে নিয়মানুযায়ী কারণ দর্শানোর নোটিশ পাঠাবে টেলিযোগাযোগ সংস্থাটি বলেও ওই প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক সরকারি সফরে ভুটানে রয়েছেন। এজন্য কারণ দর্শানোর নোটিশ তৈরি করতে দুই-একদিন সময় লাগবে। তিনি দেশে ফিরলেই অপারেটর দুটিকে নোটিশ পাঠানো হবে বলে বিটিআরসি’র সূত্রে জানা গেছে।  ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বাংলা ট্রিবিউনকে বলেন, “আমাদের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে— কঠোর পদক্ষেপ গ্রহণ করা। বারবার অপারেটর দুটিকে তাগাদা দেওয়া সত্ত্বেও তারা রাষ্ট্রীয় বকেয়া পরিশোধ করছে না। ভালো সাড়া পাচ্ছি না। তারা টাকা না দেওয়ার নানা ফন্দি আঁটছে। টালবাহানা ও সময়ক্...

পবিত্র আশুরা ১০ সেপ্টেম্বর

Image
শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বর সারাদেশে পবিত্র আশুরা উদযাপিত হবে। শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। পিআইডির তথ্য বিবরণীতে বলা হয়, শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। রবিবার থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে।সে প্রেক্ষিতে, আগামী ১০ মহররম অর্থাৎ ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সারাদেশে পবিত্র আশুরা উদযাপিত হবে। উল্লেখ্য, সারাবিশ্বের মুসলমানদের কাছে আশুরার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়। ইসলাম ধর্মমতে, মহান আল্লাহ ওই দিনেই পৃথিবী সৃষ্টি করেছেন এবং ওই দিনেই পৃথিবী ধ্বংস হবে। আশুরার দিনে বিশ্বে সংঘটিত অলৌকিক অনেক ধর্মীয় ঘটনার কারণে মুসলমানদের কাছে ১০ মহররম বিশেষভাবে মহিমান্বিত। এছাড়া ওই দিনে ঐতিহাসিক কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) সপরিবারে শাহাদাতবর...

পররাষ্ট্রমন্ত্রী: অপকর্মের জন্য রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪১ এনজিও প্রত্যাহার

Image
শনিবার (৩১ আগস্ট) দুপুরে দক্ষিণ সুরমায় সিলেট সিটি করপোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, “রোহিঙ্গা সমস্যা সৃষ্টির পর ১৩৯টি এনজিও রোহিঙ্গা ক্যাম্পে তাদের কার্যক্রম শুরু করেছিল। এদের মধ্যে অপকর্মে জড়িত থাকায় তালিকা করে ৪১টি এনজিও’কে প্রত্যাহার করা হয়েছে।” শনিবার (৩১ আগস্ট) দুপুরে দক্ষিণ সুরমায় সিলেট সিটি করপোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন বলে জানিয়েছে বাংলা ট্রিবিউন। আব্দুল মোমেন বলেন, “এখনও বিভিন্ন এনজিও একই কাজ করছে। সেধরনের তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যদিও বিভিন্ন দেশি ও বিদেশি এনজিও নানাভাবে তদবির করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার।” উল্লেখ্য, রাখাইনে মিয়ানমারের সেনাদের নির্যাতন হতে জীবন বাঁচাতে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল নামে। কক্সবাজারের উখিয়া-টেকনাফে আশ্রয় নেন বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী। নতুন-পুরনো মিলিয়ে এখন ১১ লাখের ...

বাজারে বাজাজের নতুন পালসার, জানুন সকল ফিচার

Image
মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ পালসার’র টানা ১৭ বছর ধরে ভারতের বাজারে এক নম্বর জায়গা ধরে রেখেছে। আবারও পালসার’র নতুন মডেল বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। পালসার ১৫০-এর নতুন এই ভার্সনের নাম রাখা হয়েছে পালসার ১৫০ নিওন। জেনে নেয়া যাক নতুন এই মডেল সম্পর্কে বেশ কিছু তথ্য। একেবারেই নতুন লুক নিয়েই হাজির হয়েছে বাজাজ পালসার ১৫০ নিওন। ভারতীয় মুদ্রায় নতুন এই মোটরসাইকেলটির দাম ৬৪ হাজার ৯৯৮ টাকা। এখনও পর্যন্ত এই বাইকের তিনটে রঙ নিয়ে এসেছে বাজাজ। আর সেই তিনটি রং হল লাল, হলদে আর ম্যাট ব্ল্যাক এবং সিলভারের সংমিশ্রণে আর একটি রং। আসলে বাইকটি মূলত কালো রঙেরই। আর কালোর উপরেই থাকবে এই তিনটে রঙের কাজ। নতুন এই মডেলটিতে থাকছে রিয়ার ড্রাম ব্রেক। পালসার ১৫০-এর পুরনো মডেলগুলির মতো এটিও টক্কর দিতে পারবে হন্ডা সিবি ইউনিকর্ন ১৫০, হিরো অ্যাচিভার ১৫০, ইয়ামাহা এসজেড-আরআর ইত্যাদির মতো প্রথম সারির ১৫০ সিসির বাইকগুলোকে। প্রযুক্তিগতভাবে পুরনো মডেলগুলির নতুন নিওন মডেলের খুব একটা পার্থক্য নেই। বাজাজ পালসার নিওন-এর ইঞ্জিন ১৪৯ সিসি সিঙ্গল-সিলিন্ডার ডিটিএস-আই ইঞ্জিন। পালসার’র এই নতুন মডেলের বিএইচপি ১৩.৮ এবং টর্ক ১৩.৪ এনএম।...

চরম বিপাকে চট্টগ্রামের চামড়া ব্যবসায়ীরা

স্বাধীনতা পরবর্তীতে চট্টগ্রামের ট্যানারিগুলো একের পর এক বন্ধের কারণে কাঁচা চামড়া বেচাকেনা নিয়ে দীর্ঘদিন ধরেই বন্দর নগরীর আড়ৎদাররা সমস্যার মুখোমুখি। তারা বলছেন, ট্যানারিগুলো খোলা থাকলে রাস্তায় ফেলে হাজার হাজার চামড়া নষ্ট করা হতো না। ঢাকার ট্যানারি মালিকরা দীর্ঘদিন বকেয়া পাওনা পরিশোধ না করায় অর্থ সঙ্কটে দেখা দেয়, এবার স্মরণকালের ভয়াবহ বিপর্যয়। এ অবস্থায় ঢাকা নির্ভরতা কমাতে চট্টগ্রামের বন্ধ ট্যানারিগুলো খোলার দাবি ব্যবসায়ী নেতাদের। স্বাধীনতার পর চট্টগ্রামের ২২টি ট্যানারি একের পর এক বন্ধ হবার পর সচল ছিলো মদিনা ও রিফ লেদার নামের দুটি ট্যানারি। ২০১৫ সালের জুন মাসে পরিবেশ সংক্রান্ত জটিলতা দেখিয়ে মদিনা ট্যানারিও বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর। অথচ এক সময় এই ট্যানারিগুলো স্থানীয় চাহিদার ৮০ শতাংশ চামড়া সংগ্রহ করতো। আড়ৎদাররা বলছেন, চট্টগ্রামের ট্যানারি বন্ধের কারণে ঢাকামুখী হয়ে পড়েন । কিন্তু ঢাকার ট্যানারি মালিকরা বছরের পর বছর টাকা আটকে রাখাসহ নানা হয়রানি করে তাদের। এক আড়ৎদার বলেন, আমাদের টাকাগুলো তারা দিচ্ছে না। চামড়া নিচ্ছে ওদের মতো করে আবার টাকাও দিচ্ছে ওদের মতো করে। আরেকজন বলেন, টাকা পাইনি...