বাজারে বাজাজের নতুন পালসার, জানুন সকল ফিচার

মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ পালসার’র টানা ১৭ বছর ধরে ভারতের বাজারে এক নম্বর জায়গা ধরে রেখেছে। আবারও পালসার’র নতুন মডেল বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। পালসার ১৫০-এর নতুন এই ভার্সনের নাম রাখা হয়েছে পালসার ১৫০ নিওন। জেনে নেয়া যাক নতুন এই মডেল সম্পর্কে বেশ কিছু তথ্য।
একেবারেই নতুন লুক নিয়েই হাজির হয়েছে বাজাজ পালসার ১৫০ নিওন। ভারতীয় মুদ্রায় নতুন এই মোটরসাইকেলটির দাম ৬৪ হাজার ৯৯৮ টাকা।

এখনও পর্যন্ত এই বাইকের তিনটে রঙ নিয়ে এসেছে বাজাজ। আর সেই তিনটি রং হল লাল, হলদে আর ম্যাট ব্ল্যাক এবং সিলভারের সংমিশ্রণে আর একটি রং। আসলে বাইকটি মূলত কালো রঙেরই। আর কালোর উপরেই থাকবে এই তিনটে রঙের কাজ।

নতুন এই মডেলটিতে থাকছে রিয়ার ড্রাম ব্রেক। পালসার ১৫০-এর পুরনো মডেলগুলির মতো এটিও টক্কর দিতে পারবে হন্ডা সিবি ইউনিকর্ন ১৫০, হিরো অ্যাচিভার ১৫০, ইয়ামাহা এসজেড-আরআর ইত্যাদির মতো প্রথম সারির ১৫০ সিসির বাইকগুলোকে।

প্রযুক্তিগতভাবে পুরনো মডেলগুলির নতুন নিওন মডেলের খুব একটা পার্থক্য নেই। বাজাজ পালসার নিওন-এর ইঞ্জিন ১৪৯ সিসি সিঙ্গল-সিলিন্ডার ডিটিএস-আই ইঞ্জিন। পালসার’র এই নতুন মডেলের বিএইচপি ১৩.৮ এবং টর্ক ১৩.৪ এনএম।বাজাজ পালসার ১৫০ নিওন-এ গিয়ার রয়েছে মোট পাঁচটি।

বাইকের সামনে ডিস্ক ব্রেক রয়েছে। রয়েছে টেলিস্কোপিক সাসপেনশনও। তবে ১৫০ সিসির এই নতুন মডেলে এবিএস এখনও পর্যন্ত নেই।

Comments

Popular posts from this blog

সাকিব ভুল করেছে: প্রধানমন্ত্রী

খালেদাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে চান স্বজনরা

আমার ছেলে ষড়যন্ত্রের শিকার: সাকিবের বাবা