সাইন্সল্যাবে বোমা বিস্ফোরণে ২ পুলিশ সদস্য আহত


তবে, এটি কোনও সন্ত্রাসী হামলা কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি
রাজধানীর সাইন্সল্যাবে বোমা বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত অবস্থায় উই দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত দুই পুলিশ সদস্য হলেন- সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন (৩৫) ও কনস্টেবল আমিনুল (৪০)।
শনিবার আনুমানিক রাত ৯টা ২০ মিনিটে সাইন্সল্যাব মোড়ের পুলিশ বক্সের সামনে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।  
তিনি জানান, হঠাৎ করে পুলিশ বক্সের সামনে বোমা বিস্ফোরণে এক এএসআই এবং কনস্টেবল আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন আছেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বিস্ফোরণে এএসআই শাহাবুদ্দিনের দুই পায়ে এবং কনস্টেবল আমিনুলের হাতে আঘাত লেগেছে।

তবে এটি কোনও ধরনের সন্ত্রাসী হামলা কিনা জিজ্ঞেস করা হলে মাসুদুর রহমান ঢাকা ট্রিবিউনকে বলেন, "এ ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।"

Comments

Popular posts from this blog

সাকিব ভুল করেছে: প্রধানমন্ত্রী

খালেদাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে চান স্বজনরা

আমার ছেলে ষড়যন্ত্রের শিকার: সাকিবের বাবা