Posts

Showing posts from July, 2019

গরুর ওজন ৫০ মণের বেশি, শান্তরাজকে দেখতে মানুষের ভিড়

Image
দেখতে বিশাল আকৃতির হলেও তার স্বভাব শান্ত। তাই শখ করে মালিক নাম রেখেছেন শান্তরাজ। উচ্চতায় ছয় ফুট নয় ইঞ্চি। লম্বায় নয় ফুট তিন ইঞ্চি। ওজনে ৫০ মণের ওপরে। নেত্রকোনার সদর উপজেলার মেদনী ইউনিয়নে টেংগা গ্রামের ক্ষুদ্র খামারি দুলাল মিয়ার খামারে দেখা মেলে এমন বড় গরুর। আসছে ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে শান্তরাজকে। গরুটিকে দেখতে প্রতিদিন অনেক মানুষ ভিড় জমান দুলাল মিয়ার খামারের সামনে। এলাকা ঘুরে জানা গেছে, কোরবানি ঈদকে সামনে রেখে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করেছন নেত্রকোনার পশু খামারিরা। জেলার বেশ ক’টি খামার ঘুরে দেখা গেছে, এ পর্যন্ত জেলার সবচেয়ে বড় পশু এই শান্তরাজ। সম্পূর্ণ দেশীয় খাবারে বিদেশি গরুর লালনপালনে উদ্বুদ্ধও হচ্ছেন অনেক যুবক। মাত্র তিন বছর লালনপালন করে একটি ষাড় গরুর ওজন ৫০ মনেরও বেশি হয়েছে। খামারি দুলাল মিয়া জানান, তিনি প্রায় ১৭ থেকে ১৮ বছর ধরে গরুর খামার করছেন। কিন্তু প্রায় এক যুগ ধরে তিনি দেশীয় খাবারে বিদেশি গরু লালনপালন করছেন। শান্তরাজ নামের এই গরুর প্রতিদিন দানাদার খাবার লাগে ৬০ থেকে ৭০ কেজি।  শান্তরাজ সব ধরনের ফলমুল খায়। এর মধ্যে টমেটো বেশি পছন্দ তা...

ট্রাফিক আইন ভাঙলেই হতে হবে ট্রাফিক পুলিশ, আদালতের নির্দেশ

Image
আজকাল ভারতের কলকাতার বিভিন্ন ব্যস্ত জায়গায় ট্রাফিক পুলিশের সঙ্গে নজরদারি চালাতে দেখা যায় বেশ কিছু যুবককে। এরা কিন্তু কেউ ট্রাফিক পুলিশে কর্মরত নন, বা সিভিক পুলিশও নন। তাহলে তারা কেন সামলান ট্রাফিক। আদালতের অভিনব নির্দেশেই এই নতুন দায়িত্ব পালন করছেন ট্রাফিক আইন ভঙকারী যুবকরা। খবর দ্য ওয়াল এর। জানা গেছে, ১৮ জুলাই কলকাতার আনন্দপুর রোডে ট্রাফিক গার্ডের অফিসার ইন-চার্জ নীলেশ চৌধুরী দেখেন; একটা মোটরবাইকে তিনজন আরোহী যাচ্ছেন। তাদের কারও মাথায় হেলমেট নেই। তিনি এবং পুলিশ ড্রাইভার ইমদাদুল আলি তাদের থামানোর চেষ্টা করেন। কিন্তু বাইকটি পাশ কাটিয়ে দ্রুতগতিতে চলে যাওয়ার সময় ইমদাদুলের হাতে লাগে বলে জানা গিয়েছে। এই সময় এক পথচারীকেও ধাক্কাও মারে বাইকটি। কিন্তু শেষরক্ষা হয়নি। চৌবাগার কাছে হেরিটেজ কলেজের সামনে বাইকটিকে ধরা হয়। পুলিশ দেখে পিছনে বসে থাকা দু’জন পালিয়ে গেলেও পালাতে পারেননি চালক। জানা যায়, তার নাম বিক্রান্ত সিং। ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র বিক্রান্ত মাদুরদহের বাসিন্দা। তাকে গ্রেফতার করে ট্রাফিক পুলিশ। পরে তাকে আদলতে তোলা হলে এক অভিনব নির্দেশ দেন বিচারক। বিচারক জানান, বিক্রান্তকে জামিন দেওয়া ...

সহযোগী দেশগুলোকেও ওয়ানডে বিশ্বকাপে চান রশিদ খান

Image
রশিদ খান। ছবি: সংগৃহীত দশ দল নিয়ে হবে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ এমনটা জানিয়ে দেওয়া হয়েছিলো বেশ আগেই। আইসিসির ঘোষণা অনুযায়ী এরপর থেকে ১০ দল নিয়েই হবে বিশ্বকাপ। আইসিসির এই সিদ্ধান্তের ফলে ক্রিকেটের উন্নতির দিক থেকে পিছিয়ে পড়ছে সহযোগী দেশগুলো, এমনটাই মনে করেন সদ্য আফগানিস্তানের অধিনায়কত্ব পাওয়া রশিদ খান। তার মতে, ক্রিকেটের উন্নতির জন্যই সহযোগী দেশগুলো নিয়েই ওয়ানডে বিশ্বকাপ হওয়া উচিৎ। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে রশিদ এমনটাই বলেন। তিনি বলেন, ‘অবশ্যই। এটা বিশ্বকাপকে আরও আকর্ষণীয় করে তুলবে। বড় দলগুলোর বিপক্ষে এসব দল ভালো করলে।অতীতে দেখেছি সহযোগী দলগুলো পূর্ণ সদস্যের দলকে হারিয়েছে। যেমন ধরুন আয়ারল্যান্ড ইংল্যান্ডকে হারিয়েছে। এটাই হয়ে থাকে। সহযোগী দলগুলোও ভালো খেলতে পারে। ওরা কঠোর পরিশ্রম করছে ও বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছে। তাই আমি অবশ্যই সব সহযোগী দেশগুলোকেই দেখতে চাই বিশ্বকাপে। এটা হলে ওরা বুঝতে পারবে ক্রিকেটে উন্নতির জন্য ওদের কতটা দক্ষতা প্রয়োজন।’ আইসিসির ঘোষণা অনুযায়ী, ২০২৩ সালের বিশ্বকাপও হবে ১০ দলের। অর্থাৎ এই নিয়ম না পাল্টালে সহো...

শ্রীলঙ্কা সফরে টাইগারদের অধিনায়ক তামিম

Image
অনুশীলনে তামিম-ছবি: শোয়েব মিথুন বিকেল পর্যন্তও সব ঠিকঠাক ছিল। ফুরফুরে মেজাজে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। কিন্তু সন্ধ্যা হতেই সব চিত্র গেল পাল্টে। বোলিং অনুশীলন করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন টাইগার দলপতি। এরপর আরও দুঃসংবাদ নিয়ে হাজির মোহাম্মদ সাইফউদ্দিন। ইনজুরিতে পড়েছেন এই অলরাউন্ডারও। নিয়মিত অধিনায়কের ইনজুরিতে শ্রীলঙ্কায় দলের নেতৃত্বে থাকবেন তামিম ইকবাল। অন্যদিকে সাইফউদ্দিনও ইনজুরিতে পড়ায় দলে এখন দুটি পরিবর্তন আনতে হচ্ছে। মাশরাফি আর সাইফউদ্দিনের বদলে ডাক পেয়েছেন ফরহাদ রেজা ও তাসকিন আহমেদ। বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  মাশরাফি এমনিতেই চোটপ্রবণ। সদ্য সমাপ্ত বিশ্বকাপটাও খেলেছেন চোট নিয়েই। কিন্তু শুক্রবার (১৯ জুলাই) সংবাদ সম্মেলনে চোট থেকে সেরে উঠার কথাই জানিয়েছিলেন। কিন্তু বোলিং অনুশীলন করতে গিয়ে আবার সেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতেই পড়লেন। মাশরাফির ইনজুরির বিষয়টি নিশ্চিত করে দলের ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, ‘সেন্ট্রাল নেটে বোলিং করতে গিয়ে বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে মাশরাফি। অব...

সাকিবকে ছাড়া সিরিজ খেলা ‘বিগ লস’: মাশরাফি

Image
বিশ্বকাপ মিশন শেষ হলেও দম ফেলার ফুরসত নেই টাইগারদের। এবার ছুটতে হচ্ছে শ্রীলঙ্কা সফরে। তবে এই সফরে থাকছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর এটাকে ‘বড় লস’ হিসেবেই মানছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সদ্য সমাপ্ত বিশ্বকাপ আসরে বাংলাদেশ তো বটেই সব দল মিলিয়েই সেরা পারফর্মার ছিলেন সাকিব আল হাসান। ২ সেঞ্চুরি আর ৫ ফিফটিসহ করেছিলেন ৬০৬ রান। বল হাতে নিয়েছিলেন ১১ উইকেট। এছাড়া পুরো আসরে প্রায় সব ম্যাচেই কোনো না কোনো রেকর্ড গড়াকে প্রায় নিয়ম বানিয়ে ফেলেছিলেন র‍্যাংকিং সেরা অলরাউন্ডার। দলীয় ব্যর্থতায় সাকিবের ব্যক্তিগত অর্জন অবশ্য আগেভাগেই থেমে যায়। যদি বাংলাদেশ সেমিফাইনালে উঠতে পারতো, তাহলে তার এই রেকর্ড যে আরও সমৃদ্ধ হতো তাতে কোনো সন্দেহ নেই। আর টুর্নামেন্ট সেরার পুরস্কারও তার হাতেই শোভা পেতো। ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না সাকিব। তার অভাব যে দলে প্রভাব ফেলবে তা মানছেন মাশরাফিও। কিন্তু উপায় তো নেই। তাই তার বদলে যারাই দলে সুযোগ পাচ্ছেন তাদের ওপরই আস্থা রাখতে চান তিনি। শুক্রবার (১৯ জুলাই) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ...

মনের দুঃখে অবসর নিলেন জিম্বাবুয়ের সলোমন মায়ার

Image
সলোমন মায়ার: ছবি-সংগৃহীত আবারও কালো ছায়া নেমে এসেছে জিম্বাবুয়ের ক্রিকেটে। দেশটির ক্রিকেটের সদস্যপদ স্থগিত করেছে আইসিসি। নিজ দেশের ক্রিকেটের প্রতি বিশাল এই ধাক্কা সহ্য হয়নি অলরাউন্ডার সলোমন মায়ারের। ক্ষোভ ও দুঃখে শুক্রবার (১৯ জুলাই) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন তিনি। দেশের হয়ে মাত্র ২টি টেস্ট ও ৪৭টি ওয়ানডে খেলেছেন মায়ার। টেস্টে ব্যাট হাতে করেছেন ৭৮ রান ও নিয়েছেন ১ উইকেট। ওয়ানডেতে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৯৫৫ রান করেছেন এই ২৯ বছর বয়সী অলরাউন্ডার। নিয়েছেন ১২ উইকেট।  ইনস্টাগ্রামে নিজের অবসর নিয়ে মায়ার লিখেছেন, ‘খুব আবেগতাড়িত এক সপ্তাহ গেছে, দুঃখজনকভাবে জিম্বাবুয়ের ক্রিকেটের জন্য খুব বাজে সময় যাচ্ছে। আমি অফিসিয়ালি ব্যাপারটা সবাইকে জানাতে চেয়েছিলাম। আমি খেলোয়াড় এবং কারিগরি কর্মকর্তাদের জানিয়েছি, আনুষ্ঠানিকভাবে আমি জিম্বাবুয়ে ক্রিকেটের সকল ফরম্যাট থেকে অবসর গ্রহণ করছি। এটা দুর্ভাগ্যজনক যে, অসময়ে আমার সিদ্ধান্ত জানাতে হচ্ছে। চলমান সময়ে আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে না পারায় এই সিদ্ধান্ত নিতে হলো।’  বৃহস্পতিবার (১৮ জুলাই) লন্ডনে আইসিসির...

অনুশীলন নয়, আফগানদের বিপক্ষে নামবেন রুবেল-সাব্বিররা

Image
রুবেল-সাব্বির। ছবি-সংগৃহীত বিশ্বকাপের পর খুব বেশি বিশ্রাম পাচ্ছেন না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। বুধবার (১৭ জুলাই) থেকে শুরু হয়ে গেছে শ্রীলঙ্কা সফরের জন্য অনুশীলন। তবে সে অনুশীলনে থাকছেন না দলের গুরুত্বপূর্ণ সদস্য রুবেল হোসেন। তিনি ছাড়াও অনুপস্থিত থাকবেন সাব্বির রহমান, এনামুল হক বিজয় ও মোহাম্মদ মিঠুন। অনুশীলন চলাকালে এই চার ক্রিকেটার থাকবেন বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে। আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে খেলবেন তারা। শুক্রবার (১৯ জুলাই) জহুর আহমেদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে অংশ নেবেন এই চার ক্রিকেটার। সেখান থেকে শনিবার শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বেন। বিশ্বকাপে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি রুবেল, সাব্বির ও মিঠুন। এছাড়া প্রায় এক বছর পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন এনামুল। তাই খেলার মধ্যে রাখার চিন্তা নিয়েই তাদের ‘এ’ দলে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে।  প্রথম ওয়ানডের বাংলাদেশ ‘এ’ দল:  এনামুল হক, ইমরুল কায়েস, আফিফ হোসেন, রুবেল হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, ফরহাদ রেজা, আবু জায়েদ চৌধুরী, ফজলে মাহমুদ, মোহাম্মদ নাঈ...

এটাই শেষ বিদেশ সফর: মাশরাফি

Image
‘কবে অবসর নিচ্ছেন?’ ২০১৯ বিশ্বকাপ শুরুর আগে থেকেই এই এক প্রশ্ন শুনতে হচ্ছে মাশরাফিকে। সেমিফাইনালের আগেই বিদায় নিশ্চিত হওয়ার পর তার অবসর নিয়ে গুঞ্জনের আগুনে যেন ঘি পড়লো। যদিও বিশ্বকাপ মিশন শেষে তিনি জানিয়ে দিয়েছিলেন, দেশে ফিরে সিদ্ধান্ত জানাবেন। দেশে ফিরে ‘অবসর নিয়ে এখনই ভাবছেন না’ বলেই জানিয়েছিলেন টাইগার দলপতি।  তবে আসন্ন শ্রীলঙ্কা সফর দিয়ে বিদেশ সফরকে ‘বিদায়’ জানানোর সিদ্ধান্ত জানিয়ে দিলেন মাশরাফি বিন মর্তুজা। অর্থাৎ, এটাই তার শেষ বিদেশ সফর। তবে আপাতত এসব মাথায় না নিয়ে সফর নিয়েই ভাবছেন তিনি। শ্রীলঙ্কা থেকে ফিরে শেষে অবসর নিয়ে চিন্তা করবেন বলেও জানালেন। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে শুক্রবার (১৯ জুলাই) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘এটা (অবসর) নিয়ে এখন চিন্তা করছি না। ওখানে (শ্রীলঙ্কায়) খেলতে যাচ্ছি এটাই চিন্তা করছি। তবে আমি বলবো এটাই শেষ বিদেশ সফর। এরপর বেশি ওয়ানডে ম্যাচ নাই। খেলে আসার পর চিন্তা করবো। এটা আপনাদের কাছে নিউজ কিন্তু আমার কাছে চিন্তা করার বিষয়।’    শ্রীলঙ্কা সফরের তিন ওয়ানডে ম্যাচ খেলতে আগামী ২০ জু...

মাশরাফি-সাইফউদ্দিনের ইনজুরিতে কপাল খুললো ফরহাদ-তাসকিনের

Image
ফরহাদ-তাসকিনের শ্রীলঙ্কা সফরের জন্য সব প্রস্তুতি শেষ বাংলাদেশ দলের। কিন্তু শেষ মুহূর্তে ইনজুরির কবলে পড়েছে টিম টাইগার্স। ঢাকা ছাড়ার আগে অনুশীলনের শেষ দিনে এসে ইনজুরিতে পড়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তাই তাদের পরিবর্তে দলে যোগ হয়েছেন ফরহাদ রেজা ও তাসকিন আহমেদ। শুক্রবার (১৯ জুলাই) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘অনুশীলনের সময় মাশরাফি পায়ের হ্যামেস্ট্রিং ইনজুরি পড়েছেন। সাইফউদ্দিন ব্যাক ইনজুরিতে পড়েছেন। তাদের পরিবর্তে ফরহাদ রেজা ও তাসকিন আহমেদ শ্রীলঙ্কা যাচ্ছেন।’ শ্রীলঙ্কা সফরের তিন ওয়ানডে ম্যাচ খেলতে আগামী ২০ জুলাই দেশ ছাড়বে টাইগাররা। তবে সিরিজ শুরুর আগে ২৩ জুলাই কলম্বোতে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে মাশরাফিবাহিনী। ২৬ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। পরের দু’টি ওডিআই হবে যথাক্রমে ২৮ ও ৩১ জুলাই। প্রতিটি ম্যাচই কলম্বোতে গড়াবে। আর ১ আগস্ট দেশের উদ্দেশ্যে প্লেনে উঠবে ক্রিকেটাররা।

শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না মাশরাফির

Image
মাশরাফি-ছবি: শোয়েব মিথুন বিশ্বকাপ মিশন শেষে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। এ উপলক্ষে দলের সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন টাইগার দলপতি। সেখানে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেছে তাকে। কিন্তু সন্ধ্যায় অনুশীলনে নেমেই দলের জন্য দুঃসংবাদ বয়ে আনলেন। অর্থাৎ ফের চোটে পড়েছেন টাইগার দলপতি। তার শ্রীলঙ্কা সফর এখন পুরোপুরি অনিশ্চিত। মাশরাফি এমনিতেই চোটপ্রবণ। সদ্য সমাপ্ত বিশ্বকাপটাও খেলেছেন চোট নিয়েই। কিন্তু শুক্রবার (১৯ জুলাই) সংবাদ সম্মেলনে চোট থেকে সেরে উঠার কথাই জানিয়েছিলেন। কিন্তু বোলিং অনুশীলন করতে গিয়ে আবার সেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতেই পড়লেন। মাশরাফির ইনজুরির বিষয়টি নিশ্চিত করে দলের ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, ‘সেন্ট্রাল নেটে বোলিং করতে গিয়ে বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে মাশরাফি। অবস্থা বেশ গুরুতর বলেই মনে হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।’ আগামী ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কা সফরের মূল পর্ব। সেদিন সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। কিন্তু মাশরাফির চোটের যে অবস্থা তাতে এই সফরে তাকে না পাওয়ার সম্ভাব...

শ্রীলঙ্কা সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ: সুজন

Image
খালেদ মাহমুদ সুজন-ছবি: শোয়েব মিথূন বিশ্বকাপের পর সেভাবে বিশ্রামের সুযোগ পাননি বাংলাদেশের ক্রিকেটাররা। এ মাসের শেষেই শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে খেলতে যাবে টাইগাররা। যদিও অন্তবর্তীকালীন কোচ খালেদ মাহমুদ সুজনের অধীনে খেলবে বাংলাদেশ। তবে বুধবার (১৭ জুলাই) সিরিজকে ঘিরে প্রথম দিনের অনুশীলনে ঘাম ঝরিয়েছেন মাশরাফি-মুশফিকরা। এই সিরিজে আগেই বিশ্রাম নিয়ে রেখেছেন দলের সেরা তারকা সাকিব আর হাসান। আর ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন লিটন দাশ। তবে কোচ সুজন জানিয়েছেন, এই সিরিজ দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মিরপুরে সাংবাদিকদের সুজন বলেন, ‘প্রতিটা ট্যুরই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং। দলের সঙ্গে যখন আমি থাকি তখন আমিও চ্যালেঞ্জের মধ্যেই থাকি। ম্যানেজার হিসেবে কাজ করলেও চ্যালেঞ্জ থাকে। শ্রীলঙ্কা সিরিজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সিরিজ। যদিও আমরা এই সিরিজে কিছু খেলোয়াড়কে মিস করব, তবে আমি মনে করি আমাদের দলটি যথেষ্ট ভারসাম্যপূর্ণ। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা এর আগেও খেলেছি। তবুও আমি আশা করি আমরা ভালো করবো।’ এদিকে এখনও সুজনের ব্যাপারে কোচ হিসেবে অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি। তবে দেশের...

এরশাদ মারা গেছেন

Image
জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৪ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।  গত ২৬ জুন থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন এইচএম এরশাদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি রংপুর জেলায় দিনহাটায় জন্মগ্রহণ করেন। ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৫২ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। ১৯৬০ - ১৯৬২ সালে তিনি চট্টগ্রাম ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের কেন্দ্রে অ্যাডজুট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। ১৯৬৬ সালে তিনি কোয়েটার স্টাফ কলেজ থেকে স্টাফ কোর্স সম্পন্ন করেন। ১৯৬৮ সালে তিনি শিয়ালকোটে ৫৪ ব্রিগেডের মেজর ছিলেন। ১৯৬৯ সালে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি লাভের পর ১৯৬৯-১৯৭০ সালে ৩য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট-এর অধিনায়ক ও ১৯৭১ - ১৯৭২ সালে ৭ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন।

মেট্রোরেলের ৬ কিলোমিটার ভায়াডাক্ট দৃশ্যমান

Image
দ্রুত গতিতে এগিয়ে চলছে সরকারের অন্যতম মেগা প্রজেক্ট মেট্রোরেলের কাজ। প্রকল্পের কাজ শেষ হলে প্রতিদিন রাজধানীর ৫ লাখ মানুষ যাতায়াত করতে পারবে মেট্রোরেলে। এর ফলে একদিকে যেমন সময় বাঁচবে, তেমনি কমবে যানজট। পৃথিবীর অন্যতম ব্যস্ত নগরী রাজধানী ঢাকার জনসংখ্যা এখন ১ কোটি ৬০ লাখেরও বেশি। নগরবাসীর যানজট সমস্যা থেকে উত্তরণে ২০১২ সালে মেট্রোরেল নির্মাণ প্রকল্পটি একনেকে অনুমোদন পায়। ৮টি প্যাকেজে বিভক্ত হয়ে এমআরটি লাইন-৬ বা মেট্রোরেল প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে ৩ ও ৪ নম্বর প্যাকেজের আওতায় উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাও পর্যন্ত অংশটির কাজ এগিয়ে রয়েছে। মেগা প্রজেক্ট মেট্রোরেলের এখন প্রায় ৬ কিলোমিটার ভায়াডাক্ট দৃশ্যমান হয়েছে। ১২ কিলোমিটার দীর্ঘ এ অংশে ৯টি স্টেশন নির্মাণ করা হবে। যার মধ্যে ৩টি স্টেশনের নির্মাণ কাজ চলমান রয়েছে। উত্তরা থেকে আগারগাও পর্যন্ত অংশের কাজ চলতি বছরের মধ্যে শেষ হওয়ার কথা। ২০২০ সালের জানুয়ারীতে পরীক্ষামূলকভাবে এ অংশে রেল চালু হতে পারে। প্রকল্পের পুরো কাজ শেষ হলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে মেট্রোরেল। উত্তরা থেকে মতিঝ...

রাজশাহীর পথে আটকা পড়েছে সিল্কসিটি ও বনলতাসহ আন্তঃনগর ৫ ট্রেন

Image
রাজশাহীর হলিদাগাছীতে তেলবাহী ট্রেনের ৮টি বগি লাইনচ্যুতির কারণে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি ট্রেন আটকা পড়েছে। এ ছাড়া রাজশাহীতে পৌঁছাতে পারেনি আন্তনগর মধুমতি, সাগরদাঁড়ি ও তিতুমীর ট্রেনও। এদিকে বুধবার রাজশাহী স্টেশনে পৌঁছাতে না পারায় বৃহস্পতিবার সকাল ৬টা ২০ মিনিটের তিতুমীর এক্সপ্রেস, সকাল ৬টা ৫ মিনিটের সাগরদাঁড়ি এক্সপ্রেস, সকাল ৭টার বনলতা এক্সপ্রেস, সকাল ৭টা ৪০ মিনিটের সিল্কসিটি এক্সপ্রেস, সকাল ৮টার মধুমতি এক্সপ্রেসসহ কোনো ট্রেনই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে পারেনি। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) খোন্দকার শহীদুল ইসলাম বৃহস্পতিবার সকাল জানান, বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে সকল ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। যাত্রীদের টিকেটের টাকা কাউন্টার থেকে ফেরত কিংবা টিকেট পরিবর্তন করে দেয়া হচ্ছে। অন্যদিকে বগি লাইনচ্যুতির ঘটনায় মূষলধারে বৃষ্টির মধ্যে আটকে পরা বনলতা এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, সাগরদাঁড়ি এক্সপ্রেস ও তিতুমীর এক্সপ্রেস ট্রেনের হাজারো যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগে পড়েন। অনেকে টানা বৃষ্টির...

ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে করণীয়

Image
ডায়াবেটিসের কারণে দেহ যথেষ্ট পরিমাণে ইনসুলিন উৎপাদনে অক্ষম হয়ে পড়ে বা ইনসুলিন প্রত্যাখ্যান করে। ফলে রক্তে সুগারের মাত্রা বেড়ে যায় অস্বাভাবিক হারে। রক্তে সুগারের মাত্রা খুব বেশি বেড়ে গেলে ক্লান্তি, ঘন ঘন প্রস্রাব, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ক্ষত শুকাতে দেরি হওয়া প্রভৃতি লক্ষণ দেখা দেয়। ডায়াবেটিসের সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়টি হলো এই রোগ কখনো পুরোপুরি ভালো হয় না। তবে এর লক্ষণগুলো দূর করা যায় এবং নিয়ন্ত্রণে রাখা যায়। তবে এমন কিছু প্রমাণিত উপায় রয়েছে যেগুলো নিয়মিতভাবে মেনে চললে আপনি জীবনে কখনো ডায়াবেটিসে আক্রান্ত হবেন না।  ১. স্বাস্থ্যকর ওজন বজায় রাখা দেহের ওজন স্বাস্থ্যকর মাত্রায় নিয়ন্ত্রিত রাখার মধ্য দিয়ে শুধু ডায়াবেটিসই নয় বরং আরো নানা ধরনের রোগ বালাই থেকে মুক্ত থাকা যায়। স্বাস্থ্যকরভাবে ওজন নিয়ন্ত্রণে রাখতে পারলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৭০% কমে আসবে। ২. সালাদ খান প্রতিদিন অন্তত এক বাটি সালাদ খান। যার মধ্যে থাকবে গাজর, শসা, লেটুস, টমেটো, পেঁয়াজ, রসুন ইত্যাদি। প্রতিদিন দুপুরে বা রাতে খাবার খাওয়ার আগে এই সালাদ খেতে হবে। সালাদে এক চা চামচ ভিনেগারও যুক্ত করতে পারেন...

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্যের পদত্যাগ

নজিরবিহীন স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ' এনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন নির্বাহী সদস্য আজহারুল ইসলাম লিটন। তিনি যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি। আজহারুল ইসলাম লিটন জানান, দীর্ঘদিন ধরেই সাংগঠনিক অনিয়ম চালাচ্ছেন সভাপতি ড. সিদ্দিকুর রহমান। এর ফলে প্রবাসে ঐতিহ্যবাহী এই সংগঠনই শুধু নয় এর অঙ্গ ও সহযোগী সংগঠনেও বিবাদ-বিভক্তি তৈরী হয়েছে। এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। লিটন আরও বলেন, গত বছর জননেত্রী শেখ হাসিনাকে নিউইয়র্কে সংবর্ধনা সমাবেশে লাগাতার স্লোগান উঠেছিল, ‘নো মোর সিদ্দিক’ (সিদ্দিককে আর চাই না)। এবার আশা করা হচ্ছে, মাঠের ত্যাগী নেতা-কর্মীদের সে প্রত্যাশার প্রতিফলন ঘটবে অর্থাৎ যোগ্য নেতৃত্বে নতুন কমিটি হবে। 

এক সিরিজের জন্য কোচ হতে চান না সুজন

Image
স্টিভ রোডসের সঙ্গে চুক্তি বাতিল করেছে বিসিবি। শ্রীলংকা সফরে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পেতে পারেন খালেদ মাহমুদ সুজন। তবে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিসিবির অন্যতম প্রভাবশালী এ পরিচালক এক সিরিজের জন্য আপৎকালীন কোচের দায়িত্ব নিতে চান না। গতকাল সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমারও চিন্তার বিষয়। বারবার এক সিরিজের জন্য ইনটার্ম (অন্তর্বর্তী) কোচের দায়িত্ব নিতে চাই না। সেটা আমার জন্য ঠিক হবে না।’ ২০১৯ বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ। টাইগারদের প্রথম লক্ষ্য ছিল সেমিফাইনাল। তবে প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে। বিশ্বকাপে মাত্র তিনটি ম্যাচ- দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। অষ্টম স্থানে থেকে বিশ্বকাপ অভিযান শেষ করে দেশে ফিরেছে টাইগাররা। এর এক দিন পর গত সোমবার জানা যায়, প্রধান কোচ স্টিভ রোডসের সঙ্গে চুক্তি বাতিল করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, রোডস শ্রীলংকা সফরে যাচ্ছে না। আগামী বোর্ড মিটিংয়ে পরবর্তী কোচের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। হাথুরুসিংহে চল...

সিরাজগঞ্জে জনপ্রতি ১০৩ টাকায় ১৭৯ কনস্টেবল নিয়োগ

সিরাজগঞ্জ জেলায় জনপ্রতি মাত্র ১০৩ টাকায় পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ১৭৯ জন। গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ পুলিশ লাইনস মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার টুটুল চক্রবর্তী (বিপিএম)। সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, এবার সিরাজগঞ্জ জেলায় পুলিশের কনস্টেবল পদে মোট ৩ হাজার ৩২০ জন প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্য থেকে ১ হাজার ৫০৫ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩০৮ জনকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়। ৩৯ জন নারী, ১৩৬ জন পুরুষসহ মোট ১৭৯ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে দিনমজুর, ভূমিহীন, রিকশাচালক, ক্ষুদ্র জাতিসত্তা, তাঁতশ্রমিকের সন্তানসহ বেশ কিছু এতিমও রয়েছেন। ৩ জুলাই প্রাথমিক বাছাই পরীক্ষা, ৪ জুলাই লিখিত পরীক্ষা ও ৮ জুলাই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল ফলাফল প্রকাশের পর নির্বাচিত প্রার্থীরা কনস্টেবল নিয়োগে এমন স্বচ্ছতার প্রশংসা করেন।

শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া-ভারতই ফাইনাল খেলবে

Image
আরেকটি অস্ট্রেলিয়া-ভারত ফাইনাল দেখবে বিশ্বকাপ? ছবি: এএফপি বিশ্বকাপ ফাইনালের আরও চার দিন বাকি। সেমিফাইনালের খেলাই এখনো শেষ হয়নি। তবে ফাইনালে লর্ডসের মাঠে কারা মুখোমুখি হতে যাচ্ছে তা জানিয়ে দিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জন্টি রোডস। ক্রিকেট বিশ্বকাপ এলে সাবেক ক্রিকেটাররা জ্যোতিষী হয়ে ওঠেন। একেকজন একেক দলকে চ্যাম্পিয়ন রূপে দেখতে পান। এই যেমন মাইকেল ক্লার্কের মতে, আজ নাকি নিউজিল্যান্ডের কাছে হেরে কোহলিরা বিশ্বকাপ থেকে বিদায় নেবেন। কিন্তু সাবেক দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার জন্টি রোডস বলছেন অন্য কথা। রোডসের মতে, অস্ট্রেলিয়া-ভারতই নাকি এবারের দুই ফাইনালিস্ট!  শেষ চারের খেলাই এখনো শেষ হয়নি, অথচ কারা ফাইনাল খেলবে এ নিয়ে চলছে নানা আলোচনা। সাবেক ক্রিকেটারদের থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীরাও এ থেকে বাদ যাচ্ছেন না। কিন্তু ফাইনালিস্ট নির্বাচন করা কি এতই সোজা? এবার শেষ চারের লড়াইয়ে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড, দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। এদের মধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত—সবাই হট ফেবারিট। টুর্নামেন্টের শুরু থেকেই নিশ্চিত ভাবে ধরে নেওয়া হয়েছিল শেষ চারে এই ...