এক সিরিজের জন্য কোচ হতে চান না সুজন


স্টিভ রোডসের সঙ্গে চুক্তি বাতিল করেছে বিসিবি। শ্রীলংকা সফরে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পেতে পারেন খালেদ মাহমুদ সুজন। তবে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিসিবির অন্যতম প্রভাবশালী এ পরিচালক এক সিরিজের জন্য আপৎকালীন কোচের দায়িত্ব নিতে চান না।
গতকাল সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমারও চিন্তার বিষয়। বারবার এক সিরিজের জন্য ইনটার্ম (অন্তর্বর্তী) কোচের দায়িত্ব নিতে চাই না। সেটা আমার জন্য ঠিক হবে না।’ ২০১৯ বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ। টাইগারদের প্রথম লক্ষ্য ছিল সেমিফাইনাল। তবে প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে।
বিশ্বকাপে মাত্র তিনটি ম্যাচ- দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। অষ্টম স্থানে থেকে বিশ্বকাপ অভিযান শেষ করে দেশে ফিরেছে টাইগাররা। এর এক দিন পর গত সোমবার জানা যায়, প্রধান কোচ স্টিভ রোডসের সঙ্গে চুক্তি বাতিল করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
বিষয়টি নিশ্চিত করে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, রোডস শ্রীলংকা সফরে যাচ্ছে না। আগামী বোর্ড মিটিংয়ে পরবর্তী কোচের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। হাথুরুসিংহে চলে যাওয়ার পর ২০১৮ সালের জুনে প্রায় ২৩ হাজার ডলার বেতনে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বিসিবি রোডসকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেয়। তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ওয়েস্ট ইন্ডিজ সফর। বিশ্বকাপে দল আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় চুক্তির মেয়াদ শেষের আগেই বিদায়ঘণ্টা বেজে গেল রোডসের।
তিন ওয়ানডের সিরিজ খেলতে জুলাইয়ের শেষ দিকে শ্রীলংকা যাবে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডে হবে ২৬ জুলাই। পরের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৮ ও ৩১ জুলাই। বাংলাদেশ দল শ্রীলংকা ছাড়বে ১ আগস্ট। সব ম্যাচ হবে দিবা-রাত্রির। শ্রীলংকা সফরের আগে রোডসের উত্তরসূরি পাওয়ার সম্ভাবণা ক্ষীণ। বোর্ড কর্তারা তাই শ্রীলংকা সফরে খালেদ মাহমুদকে আপৎকালীন কোচ করার কথা ভাবছেন।
কোচিং নিয়ে বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ বলেন, ‘আমি কোচিং নিয়ে কথা বলব না। কারণ আমি কোচিং পার্টের অংশ নই। আমি পুরো দলের ম্যানেজার টিম ম্যানেজমেন্টের। দল নির্বাচন যখন আমরা করি তখন চেষ্টা করি সেরা খেলোয়াড়টি বাছাই করতে। এর পর কোচিং... যখন দলটি যায়, ১৫ জনের স্কোয়াড যায়, তখন কোচরা প্ল্যান করে কোন একাদশ খেলবে না খেলবে বা কাকে কোন দায়িত্ব দেওয়া হবে... এটি আমার এখতিয়ারভুক্ত না যে আমি কি... আমি কোচিং পার্টের অংশই নই আসলে।’
স্টিভ রোডসকে খুব কাছ থেকে দেখেছেন খালেদ মাহমুদ। ইংলিশ কোচের সঙ্গে বিসিবির মেয়াদপূর্তির আগেই চুক্তি বাতিল করা প্রসঙ্গে তিনি বলেন, ‘মনে হয় না শুধু এই সিরিজের (বিশ্বকাপ) জন স্টিভকে বাদ দেওয়া হয়েছে। যেহেতু এক বছর ধরে সে এখানে কাজ করছিল। তার সঙ্গে আমরা সমঝোতার মধ্যে গিয়েছি বোর্ড থেকে। মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ভাই বলেছেন, সিইও বলেছেন। হয়তো বোর্ডের যে প্রত্যাশা তা পূরণ হচ্ছিল না তার কোচিংয়ে। এ জন্যই সেটা হয়েছে।’ চন্ডিকা হাথুরুসিংহেকে আবারও টাইগারদের প্রধান কোচ করা হতে পারে। বাতাসে এমনই গুঞ্জন।
খালেদ মাহমুদ বলেন, ‘চন্ডিকা যদি আমাদের জন্য ভালো হয়, তবে হোয়াই নট? এগুলো বোর্ড সিদ্ধান্ত নেবে। চন্ডিকা হয়তো যেতে বাধ্য হয়েছিল। আমি বলছি না চন্ডিকাই আসবে। চন্ডিকার সঙ্গে বোর্ড কথা বলছে সেটাও আমি বলছি না। আমি বলছি যে কোনো একটা নাম। সে যদি বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হয়। চন্ডিকার রেকর্ডটাই ভালো। চন্ডিকা যে আসবে সেটা না।
শ্রীলংকার যে রেজাল্ট তার সঙ্গে হয়তো চুক্তি নবায়ন হতে পারে। সে শ্রীলংকায় কন্টিনিউ করতে পারে। আপনি তো কিছুই জানেন না। আমরা কোনো একটি নাম নিয়ে না কথা বলি। যে বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হবে। যে আমাদের ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে সে রকম একজন কোচ আনা উচিত।’

Comments

Popular posts from this blog

সাকিব ভুল করেছে: প্রধানমন্ত্রী

খালেদাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে চান স্বজনরা

আমার ছেলে ষড়যন্ত্রের শিকার: সাকিবের বাবা