সিরাজগঞ্জ জেলায় জনপ্রতি মাত্র ১০৩ টাকায় পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ১৭৯ জন। গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ পুলিশ লাইনস মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার টুটুল চক্রবর্তী (বিপিএম)।
সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, এবার সিরাজগঞ্জ জেলায় পুলিশের কনস্টেবল পদে মোট ৩ হাজার ৩২০ জন প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্য থেকে ১ হাজার ৫০৫ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩০৮ জনকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়। ৩৯ জন নারী, ১৩৬ জন পুরুষসহ মোট ১৭৯ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে দিনমজুর, ভূমিহীন, রিকশাচালক, ক্ষুদ্র জাতিসত্তা, তাঁতশ্রমিকের সন্তানসহ বেশ কিছু এতিমও রয়েছেন। ৩ জুলাই প্রাথমিক বাছাই পরীক্ষা, ৪ জুলাই লিখিত পরীক্ষা ও ৮ জুলাই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল ফলাফল প্রকাশের পর নির্বাচিত প্রার্থীরা কনস্টেবল নিয়োগে এমন স্বচ্ছতার প্রশংসা করেন।
Comments
Post a Comment