মাশরাফি-সাইফউদ্দিনের ইনজুরিতে কপাল খুললো ফরহাদ-তাসকিনের

ফরহাদ-তাসকিনের

শ্রীলঙ্কা সফরের জন্য সব প্রস্তুতি শেষ বাংলাদেশ দলের। কিন্তু শেষ মুহূর্তে ইনজুরির কবলে পড়েছে টিম টাইগার্স। ঢাকা ছাড়ার আগে অনুশীলনের শেষ দিনে এসে ইনজুরিতে পড়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তাই তাদের পরিবর্তে দলে যোগ হয়েছেন ফরহাদ রেজা ও তাসকিন আহমেদ।

শুক্রবার (১৯ জুলাই) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেন, ‘অনুশীলনের সময় মাশরাফি পায়ের হ্যামেস্ট্রিং ইনজুরি পড়েছেন। সাইফউদ্দিন ব্যাক ইনজুরিতে পড়েছেন। তাদের পরিবর্তে ফরহাদ রেজা ও তাসকিন আহমেদ শ্রীলঙ্কা যাচ্ছেন।’
শ্রীলঙ্কা সফরের তিন ওয়ানডে ম্যাচ খেলতে আগামী ২০ জুলাই দেশ ছাড়বে টাইগাররা। তবে সিরিজ শুরুর আগে ২৩ জুলাই কলম্বোতে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে মাশরাফিবাহিনী। ২৬ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। পরের দু’টি ওডিআই হবে যথাক্রমে ২৮ ও ৩১ জুলাই। প্রতিটি ম্যাচই কলম্বোতে গড়াবে। আর ১ আগস্ট দেশের উদ্দেশ্যে প্লেনে উঠবে ক্রিকেটাররা।

Comments

Popular posts from this blog

সাকিব ভুল করেছে: প্রধানমন্ত্রী

খালেদাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে চান স্বজনরা

আমার ছেলে ষড়যন্ত্রের শিকার: সাকিবের বাবা