খালেদাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে চান স্বজনরা


উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যেতে চায় তাঁর পরিবার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর একথা জানান তাঁর বড় বোন সেলিমা ইসলাম।

বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান তার পরিবারের সদস্যরা। সেখানে ঘণ্টাখানেক অবস্থান করেন তারা। সাক্ষাৎ করতে যাওয়া স্বজনদের মধ্যে ছিলেন, বেগম জিয়ার বোন বেগম সেলিমা ইসলাম, তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বড় বোন শাহিনা জামান খান, বেগম জিয়ার ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, খালেদা জিয়ার ভাইয়ের ছেলে অভিক ইস্কান্দারসহ ছয়জন। এর আগে, গত ১১ অক্টোবর পরিবারের ছয় সদস্য খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

হাসপাতাল থেকে বের হয়ে সেলিমা ইসলাম বলেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে চান তারা। গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি খালেদা জিয়া। পরে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

Comments

Popular posts from this blog

সাকিব ভুল করেছে: প্রধানমন্ত্রী

আমার ছেলে ষড়যন্ত্রের শিকার: সাকিবের বাবা