আমার ছেলে ষড়যন্ত্রের শিকার: সাকিবের বাবা
ছেলের ওপর আইসিসির নিষেধাজ্ঞার বিষয়টি ষড়যন্ত্র হিসেবে দেখছেন সাকিব আল হাসানের বাবা মাসরুর রেজা। তিনি বলেছেন, আমার ছেলে ষড়যন্ত্রের শিকার।
মঙ্গলবার (২৯ অক্টোবর) তিনি এ মন্তব্য করেছেন উল্লেখ গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
খবরে বলা হয়েছে, সাকিবের বাবা বলেন,আমার ছেলে ষড়যন্ত্রের শিকার। সে এমন কোনো অপরাধ করেনি যে তাকে নিষিদ্ধ করতে হবে। ভুল তো মানুষের হতেই পারে। সাকিব বাংলাদেশের গর্ব, তথা মাগুরার গর্ব।
এর আগে জুয়াড়িদের কাছ থেকে তিনবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও তা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) না জানানোর অপরাধে সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এর মধ্যে এক বছরে নিষেধাজ্ঞা স্থগিত রাখা
Comments
Post a Comment