বিনামূল্যে বিতরণের জন্য সাড়ে ৩৫ কোটি বই ছাপাচ্ছে সরকার
আগামী বছর বিনামূল্যে বিতরণের জন্য সাড়ে ৩৫ কোটি বই ছাপাচ্ছে সরকার। এরই মধ্যে বই ছাপানোর কাজ শুরু হয়েছে। নভেম্বরের মধ্যে দেশের সব প্রান্তে বই পৌঁছানোর কথা। এদিকে, বেশ কিছু কালো তালিকাভূক্ত প্রতিষ্ঠানকে বই ছাপানোর কাজ দেয়া হয়েছে বলে অভিযোগ মুদ্রণ মালিক সমিতির। তবে অভিযোগ ভিত্তিহীন, বলছে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি।
২০১০ সাল থেকে বছরের প্রথম দিন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই দিচ্ছে সরকার।
এরই ধারাবাহিকতায় এবার প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ১০ কোটি এবং মাধ্যমিক পর্যায়ের জন্য সাড়ে ২৫ কোটি বই ছাপাচ্ছে এনসিটিবি। এতে বরাদ্দ রাখা হয়েছে ১৪ শ কোটি টাকা।
এবার দুইশোর উপরে মুদ্রণ প্রতিষ্ঠান বই ছাপানোর কাজ করছে। অন্যান্যবারের চেয়ে কাজের জটিলতা এবার কম থাকলেও বেশ কিছু কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে কাজ দেয়ার অভিযোগ মুদ্রণ মালিক সমিতির।
এবার পাঠ্যবইয়ে তেমন কোন পরিবর্তন আসছে না বলেও জানিয়েছে এনসিটিবি।
Comments
Post a Comment