১ম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে নিউজিল্যান্ডের জয়
পাল্লেকেলেতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার দেয়া ১৭৫ রানের টার্গেটে ৩ বল হাতে রেখেই জয় পায় ব্ল্যাকক্যাপস। ম্যাচসেরা রস টেইলর।
দারুণ শুরু এনে দেন কুশাল পেরেরা ও কুশাল মেন্ডিস। ৪১ রানে ভাঙে জুটি। পেরেরা ফেরেন ১১ রান করে। আভিস্কা ফার্নান্দো করেছেন ১০ রান। ডিকওয়েলা ও মেন্ডিসের জুটিতে দ্রুত রান তোলে লঙ্কানরা। ৫৩ বলে ৭৯ রান করেন কুশাল মেন্ডিস, ৩৩ রান এসেছে ডিকওয়েলার ব্যাট থেকে। সব মিলিয়ে ১৭৪ রান তোলে শ্রীলঙ্কা।
জবাবে শুরুতেই কলিন মানরোকে ফেরান মালিঙ্গা। গাপটিল ও সেইফার্টও ফিরেছেন দ্রুত। গ্রান্ডহোম ও টেইলরের ব্যাটে রানরেট সচল রাখে নিউজিল্যান্ড।
৪৪ রানে গ্রান্ডহোমকে ফিরিয়ে ব্রেকথ্রু দেন মালিঙ্গা। টেইলরকে ৪৮ রানে ফেরান ধনঞ্জয়া ডি সিলভা। মিচেল স্যান্টনার ও ড্যারিয়েল মিচেলের ৩১ রানের জুটিতে জয় পায় ব্ল্যাকক্যাপস।
Comments
Post a Comment