আবারও নিরাপত্তা উপদেষ্টাকে বহিষ্কার করলেন ট্রাম্প
প্রায় প্রতিদিনই বিভিন্ন টুইট করে খবরের শিরোনাম হোন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার নিজ দেশের নিরাপত্তা উপদেষ্টাকে নিয়ে একটি টুইট করে খবরে এলেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক টুইট বার্তায় এই বরখাস্তের ঘোষণা দেন তিনি। এ নিয়ে তৃতীয়বারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে হোয়াইট হাউজ থেকে বহিষ্কার করেছেন ট্রাম্প। তার আগে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন মাইকেল ফ্লিন এবং এইচআর ম্যাকমাস্টার।
টুইটা বর্তায় ট্রাম্প লেখেন, আমি গত রাতে জন বোল্টনকে জানিয়ে দিয়েছি যে, হোয়াইট হাউসে তার আর কোনো কাজ নেই। তার অনেক প্রস্তাবের সঙ্গে আমার মতপার্থক্য রয়েছে।
২০১৮ সালের এপ্রিল থেকে বোল্টন ট্রাম্প সরকারের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন। আগামী সপ্তাহে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়া হবে বলে জানান ট্রাম্প।
Comments
Post a Comment