রোহিঙ্গাদের ভুয়া জাতীয় পরিচয়পত্রের বিষয়ে তদন্ত শুরু
রোহিঙ্গাদের ভুয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য কীভাবে নির্বাচন কমিশনের সার্ভারে যুক্ত হলো তা তদন্তে চট্টগ্রামে কাজ শুরু করেছে নির্বাচন কমিশনের একটি দল।
চট্টগ্রামের জুবিলী রোডে কমিশনের আঞ্চলিক সার্ভার স্টেশনে বৃহস্পতিবার সকালে তদন্ত কাজ শুরু করে কমিশনের ৫ সদস্যের দলটি। তারা বলছেন, কোন কম্পিউটার ব্যবহার করে রোহিঙ্গাদের তথ্য সার্ভারে যুক্ত হয়েছে প্রযুক্তিবিদেরা তা তদন্ত করবেন। একই সঙ্গে উপজেলা-জেলা পর্যায়ে সার্ভার ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিতে কর্মকর্তাদের প্রশিক্ষণও দেয়া হচ্ছে। এদিকে, ঘটনা তদন্তে চট্টগ্রামে গঠিত দুই সদস্যের কমিটিও বুধবার প্রতিবেদন জমা দিয়েছে।
নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবেদনে সার্ভারে থাকা ৭৩টি পরিচয়পত্রকে প্রাথমিকভাবে সন্দেহজনক চিহ্নিত করে এগুলোর বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করতে বলা হয়েছে।
Comments
Post a Comment