রবি-গ্রামীণফোনের টুজি-থ্রিজির লাইসেন্স বাতিলে বিটিআরসির শো-কজ নোটিশ


মোবাইল অপারেটর রবি ও গ্রামীণফোনের টুজি ও থ্রিজির লাইসেন্স কেন বাতিল করা হবে না জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

বিটিআরসি চেয়ারম্যান জানিয়েছেন, বারবার কথা দিয়েও বকেয়া শোধ না করায়, বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা বৈঠক করে অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দেন। তবে দুপুর পর্যন্ত অপেক্ষার পরও বকেয়া না পেয়ে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। লাইসেন্স কেন বাতিল করা হবে না তা জানাতে রবি-গ্রামীণফোনকে ৩০ দিন সময় দেয়া হয়েছে।

নিরীক্ষার মাধ্যমে গ্রামীণফোনের কাছে প্রায় সাড়ে ১২ হাজার এবং রবির কাছে প্রায় সাড়ে ৮শ কোটি পাওনা বলে জানিয়েছে বিটিআরসি। তবে বিটিআরসির এ পদক্ষেপকে অযৌক্তিক দাবি করেছে গ্রামীণফোন। আর রবি বলছে, এতে গ্রাহকের মধ্যে অনিশ্চয়তা তৈরি হবে।

Comments

Popular posts from this blog

সাকিব ভুল করেছে: প্রধানমন্ত্রী

খালেদাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে চান স্বজনরা

আমার ছেলে ষড়যন্ত্রের শিকার: সাকিবের বাবা