আবারো শিল্পী সমিতির নেতৃত্বে মিশা-জায়েদ



ইতিহাস গড়া হলো না মৌসুমির। নন্দিত এই চিত্রনায়িকাকে হারিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হলেন মিশা সওদাগর। সাধারণ সম্পাদক পদ জিতে নিয়েছেন জায়েদ খান। শনিবার রাত ২ টায় ঘোষিত ফলাফলে শিল্পী সমিতির নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো জয় পায় মিশা-জায়েদের ২১ সদস্যের পূর্ণ প্যানেল। নির্বাচিতরা ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

দিনভর ভোটগ্রহণ শেষে শুক্রবার সন্ধ্যা ৭ টায় শুরু হয় ভোট গণনা। ভোটারদের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শনিবার রাত ২ টায় ফলাফল ঘোষণা করা হয়।

১০২ ভোটের বিশাল ব্যবধানে মৌসুমিকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হলেন মিশা সওদাগর। সহ-সভাপতির দুটি পদে জয়ী হয়েছেন ৩১১ ভোট পাওয়া মনোয়ার হোসেন ডিপজল ও ২৯৩ ভোট পাওয়া রুবেল। ইলিয়াস কোবরাকে ২১৬ ভোটে হারিয়ে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২৮৪ ভোট পাওয়া জায়েদ খান।

সহ-সাধারণ সম্পাদক পদে জয়ী আরমান পেয়েছেন ২৮১ ভোট। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয়ী চিত্রনায়ক ইমন ২৪৭ আর ২৩০ ভোট পেয়ে সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন জাকির হোসেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে অভিনেতা সুব্রত, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর এবং কোষাধ্যক্ষ পদে অভিনেতা ফরহাদ নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত ১১ জন হলেন অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, বাপ্পারাজ, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী ও মারুফ আকিব।

Comments

Popular posts from this blog

সাকিব ভুল করেছে: প্রধানমন্ত্রী

খালেদাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে চান স্বজনরা

আমার ছেলে ষড়যন্ত্রের শিকার: সাকিবের বাবা