কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ৩

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়কে প্রাণ গেল হাইওয়ে পুলিশের এএসআইসহ ৩ জনের। চৌদ্দগ্রামের বাবুচি বাজারে ভোরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্থানীয়রা রাস্তার পাশে দুর্ঘটনা কবলিত একটি কাভার্ড ভ্যান ও এর পাশে হাইওয়ে পুলিশের এএসআই আক্তার হোসেনের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যনের ভেতর থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করে। 

তারা ধারণা করছেন, কোনো গাড়ি কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এএসআই আক্তার হোসেনকে আঘাত করে। 

কাভার্ড ভ্যানে থাকা দুজন গাড়িটির চালক ও হেলপার বলে ধারণা করা হচ্ছে।

Comments

Popular posts from this blog

সাকিব ভুল করেছে: প্রধানমন্ত্রী

খালেদাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে চান স্বজনরা

আমার ছেলে ষড়যন্ত্রের শিকার: সাকিবের বাবা