ভুটানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। জীবনের জোড়া গোলে ৪-১ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা।
ভারী বৃষ্টিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পানি জমে থাকলেও, নির্ধারিত সময়ে খেলা শুরু হয়েছে। ৪-৪-২ ফরমেশনে ছক সাজিয়েছেন কোচ জেমি ডে। শুরু থেকেই ভুটানের রক্ষণ ব্যস্ত রাখেন জীবন-সাদ উদ্দিন। দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করেছেন বিপলু আহমেদ। তবে অপেক্ষা বাড়তে দেননি জীবন, ম্যাচের ১০ মিনিটে হেড থেকে গোল কোরে এগিয়ে নেন দলকে। ৩৮ মিনিটে আবারো জীবনের গোলে ২-০তে এগিয়ে যায় বাংলাদেশ।
Comments
Post a Comment