সমুদ্রের সুস্থ পরিবেশ যেন বিঘ্নিত না হয়: শেখ হাসিনা
অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে গিয়ে সমুদ্রের সুস্থ পরিবেশ যেন বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে আইওআরএ-এর মন্ত্রী পর্যায়ের তৃতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। সমুদ্রসম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে ব্লু-ইকোনমির আওতায় অর্থনৈতিক বেষ্টনী গড়ে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রী।
ভারত মহাসাগরীয় অঞ্চলের জন্য টেকসই সমুদ্র অর্থনীতিকে উৎসাহিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম ইউনিটের এ আয়োজন। অংশ নিয়েছেন আইওআরএম এর ২২ সদস্য রাষ্ট্র এবং ৯টি ডায়ালগ পার্টনারসহ মোট ৩১ রাষ্ট্রের প্রতিনিধি।
আপস
ব্লু-ইকোনমির মন্ত্রী পর্যায়ের তৃতীয় এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে তিনি বলেন, সমুদ্র সম্পদ ব্যবহার করে দারিদ্র বিমোচন, খাদ্য-জ্বালানি নিরাপত্তাসহ বিপুল কর্মসংস্থান সম্ভব।
সমুদ্রকে কেন্দ্র করে অপরাধ কর্মকান্ড থেকে সতর্ক থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী জানান, অতিরিক্ত আহরণে নিষেধাজ্ঞার কারণে মৎস্য উৎপাদনে নিজস্ব সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ।
Comments
Post a Comment