দুর্নীতি না হলে দেশের চেহারা পাল্টে যেত: প্রধানমন্ত্রী
দুর্নীতি, অনিয়ম আর উচ্ছৃঙ্খলতায় জড়িতরা যে দলেরই হোক, তাদের কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দুর্নীতি না হলে দেশের চেহারা পাল্টে যেত। নিউ ইয়র্কে স্থানীয় সময় শনিবার বিকেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিলাসবহুল জীবনযাপনকারীদের আয়ের উৎস খুঁজে দেখার কথাও বলেন প্রধানমন্ত্রী।
ম্যারিয়ট মারকুইজ হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের আরও উন্নয়নের জন্য প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানান তিনি।
দুর্নীতিবাজদের কড়া হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অপরাধী যে দলেরই হোক ছাড় পাবে না। তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
শেখ হাসিনা বলেন, অসৎভাবে উপার্জিত টাকা সমাজকে বিকলাঙ্গ করে দেয় এবং যারা সৎভাবে জীবন যাপন করতে চায় অসৎ মানুষের দৌরাত্মের কারণে তাদের জীবনযাত্রাও কঠিন হয়ে পড়ে।
গত ১০ বছরে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি না হলে দেশের চেহারা পাল্টে যেত। তিনি বলেন, ফাঁকফোকর কোথায় এবং কারা উন্নয়ন প্রকল্প ক্ষতিগ্রস্ত করছে, তা খুঁজে বের করতে হবে।
দুর্নীতির পাশাপাশি মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, এর সঙ্গে কারা আছে, সেটাও খুঁজে বের করা হবে।
Comments
Post a Comment