১০ বছর পর ঘরের মাঠে জয় পাকিস্তানের


দশ বছর পর নিজেদের মাটিতে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে দাপটের সঙ্গে হারিয়েছে পাকিস্তান। নিরাপত্তাজনিত কারণে নিয়মিত একাদশের অনেক লঙ্কান ক্রিকেটারই ছিলেন না পাকিস্তান সফরে। তাই খর্বশক্তির শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান জিতেছে অনায়াসেই।

আগে ব্যাট করে বাবর আজমের সেঞ্চুরিতে পাকিস্তান ৩০৫ রানের লড়াকু পুঁজি পায়। জবাবে চরম ব্যাটিং বিপর্যয় সামলে লঙ্কানরা থামে ২৩৮ রানে। 

১০৫ বলে ৮ চার আর চারটি ছক্কায় ১১৫ রান করে লাহিরু কুমারার বলে আউট হন বাবর আজম। হারিস সোহেলের ৪০ ও শেষদিকে ইফতিখার আহমেদের ঝড়ো ৩২ রানের ইনিংসে ৩০০ পেরিয়ে যায় পাকিস্তানিদের পুঁজি।

জবাবে ব্যাট করতে নামলে ২৮ রানে পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে ধুকতে থাকে শ্রীলঙ্কা। শিহান জয়াসুরিয়া ও দাসুন শানাকার দারুণ জুটিতে এক পর্যায়ে অবিশ্বাস্য জয়ের ক্ষীণ আশা জেগে ওঠে।
তবে হঠাৎ খেই হারিয়ে ফেলেন তারা। ১৭৭ রানের জুটি ভাঙে জয়াসুরিয়ার আউটে। ৯৬ রানে থাকা জয়াসুরিয়া শেনওয়ারির বলে ক্যাচ দেন উইকেটের পেছনে।

সঙ্গী বিচ্ছেদের পরের ওভারেই বিদায় নেন দাসুনও। এরপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইনআপ। এই জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচ সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

Comments

Popular posts from this blog

সাকিব ভুল করেছে: প্রধানমন্ত্রী

খালেদাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে চান স্বজনরা

আমার ছেলে ষড়যন্ত্রের শিকার: সাকিবের বাবা