শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানে হারল সাকিবের বার্বাডোস


ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানে হেরেছে সাকিবের দল বার্বাডোস ট্রাইডেন্টস। সেন্ট কিটসের বিপক্ষে হারে পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে বার্বাডোস।

ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স সাকিবের। ৪ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সাকিব। অন্যদিকে ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন টাইগার অলরাউন্ডার। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান তার। সাকিবের অনবদ্য পারফরম্যান্সের পরও জয় পায়নি বার্বাডোস। ১৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল বার্বাডোসের। দলীয় ৮৫ রানে সাকিব আউট হওয়ার পর ব্যাটিংয়ে ধস নামে। মাত্র ৯৯ রানে ৭ উইকেট পড়ে যায়।

শেষদিকে রেইফারের ঝোড়ো ইনিংসে জয়ের আশা দেখছিল সাকিবের দল। শেষ বলে প্রয়োজন ছিল ২ রান। কিন্তু ড্র্যাকসের বলে গার্নি বোল্ড হলে ১ রানে হারে বার্বাডোস। সেন্ট কিটসের পক্ষে ৩ উইকেট নেন কটরেল ও ব্রাথওয়েট।

Comments

Popular posts from this blog

সাকিব ভুল করেছে: প্রধানমন্ত্রী

খালেদাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে চান স্বজনরা

আমার ছেলে ষড়যন্ত্রের শিকার: সাকিবের বাবা