তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা না রাখার পরিকল্পনা


২০২১ সাল থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা রাখতে চায় না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে আগামী বছর পরীক্ষামূলকভাবে ১০০ স্কুলে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষাহীন পদ্ধতি চালু হচ্ছে। প্রকল্প সফল হলে তা সব স্কুলে বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, শ্রেণিকক্ষে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে ছাত্ররা তৃতীয় শ্রেণি পর্যন্ত উত্তীর্ণ হবে। শিশু বয়সে মেধার সঠিক বিকাশে এই পদক্ষেপ বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। সাক্ষরতার হার সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৩ কোটি ২৫ লাখ মানুষ নিরক্ষর। এর মধ্যে মুজিববর্ষে ২১ লাখ নিরক্ষর ব্যক্তিকে সাক্ষরতার আওতায় আনা হবে।

আর বর্তমানে দেশে সাক্ষরতার হার ৭৩ দশমিক ৯ শতাংশ।

Comments

Popular posts from this blog

সাকিব ভুল করেছে: প্রধানমন্ত্রী

খালেদাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে চান স্বজনরা

আমার ছেলে ষড়যন্ত্রের শিকার: সাকিবের বাবা