ফতুল্লায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ট্রাকচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার বিকেলে স্কুল থেকে বাসায় ফেরার পথে ফতুল্লার দেলপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত ছাত্রের নাম আরাফাত হোসেন (১৫)। সে দেলপাড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের কুসুমবাগ এলাকার রেলওয়ে কর্মচারী নজরুল ইসলামের ছোট ছেলে।দেলপাড়া উচ্চবিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য নাসির উদ্দিন বলেন, একটি ট্রাক আরাফাতকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি জানান, আরাফাত মেধাবী ছাত্র ছিল। তারা ঘাতক ট্রাকচালকের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
Comments
Post a Comment