দেশের বিভিন্ন স্থানে চলছে তীব্র নদী ভাঙন


পদ্মার পানি কমতে শুরু করলেও এবার দেখা দিয়েছে তীব্র ভাঙন। রাজবাড়ীতে নতুন করে আরো ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জে ভাঙনের কবলে পড়ার আশঙ্কায় আছেন নদী তীরের প্রায় ২০ হাজার মানুষ। শরীয়তপুরে অস্থায়ী বাঁধে দেখা দিয়েছে ধস। এদিকে রাজশাহী ও নাটোরে এখনো পানিবন্দি হাজার হাজার পরিবার।
মুহূর্তেই নদীগর্ভে বিলিন ভিটে-মাটি ও গাছপালা। হুমকির মুখে বাড়ি-ঘর। মাথাগোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন নদীপাড়ের বাসিন্দারা।

পদ্মার পানি নেমে গেলেও রাজবাড়ীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। রোববার (৬ অক্টোবর) নতুন করে গোয়ালন্দ উপজেলার নতুনপাড়া এলাকায় ৩০টি পরিবার বসত-বাড়ি হারিয়েছেন। এ নিয়ে গত এক সপ্তাহে কয়েকশ’ পরিবার গৃহহীন হয়ে পড়েছে।
চাঁপাইনবাবগঞ্জে কমছে পদ্মা ও মহানন্দার পানি। তবে গোমস্তাপুরের প্রায় তিন কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। হুমকির মুখে ১০টি শিক্ষা প্রতিষ্ঠান, ২টি মসজিদসহ প্রায় ৮ হাজার বাড়ি।

শরীয়তপুরে পানি নেমে গেলেও পদ্মার তীব্র স্রোতের কারণে আবারো শুরু হয়েছে ভাঙন। কেদারপুর এলাকার অস্থায়ী বাঁধের ১৫ মিটার অংশ নতুন করে ধসে পড়েছে। জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।

নাটোরেও পানি নেমে গেলে এবার লালপুর উপজেলার তিনটি স্থানে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। এখনো ডুবে আছে ১৮টি চর।রাজশাহীতে গোদাগাড়ি, বাঘা ও চারঘাট উপজেলার তলিয়ে থাকা ২০টি গ্রাম থেকে দ্রুত নামছে পানি। তবে নিচু এলাকা এখনো তলিয়ে থাকায় দুর্ভোগ রয়েই গেছে পদ্মাপাড়ের মানুষের। 

Comments

Popular posts from this blog

সাকিব ভুল করেছে: প্রধানমন্ত্রী

খালেদাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে চান স্বজনরা

আমার ছেলে ষড়যন্ত্রের শিকার: সাকিবের বাবা