Posts

Showing posts from October, 2019

সাকিবের নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন শিশির

Image
বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের দুই বছরের নিষেধাজ্ঞার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। মঙ্গলবার (২৯ অক্টোবর) নিজের ফেসুবক ওয়ালে তিনি এ পোস্ট দেন।   পোস্টে শিশির লিখেছেন, ‘কিংবদন্তিরা কখনোই রাতারাতি কিংবদন্তি হয়ে যান না। তাদের অনেক কিছুর মধ্য দিয়েই যেতে হয়। কঠিন সময় আসবেই এবং তারা জানে কীভাবে শক্ত থেকে এসবের মোকাবেলা করতে হয়। আমরা জানি সাকিব আল হাসান কতটা শক্ত মনের মানুষ।’ ‘এটা (আইসিসির নিষেধাজ্ঞা) বলা যায় নতুন শুরুর সূচনা। সে নিশ্চিতভাবেই আগের চেয়ে আরও শক্তভাবে ফিরে আসবে। ইনজুরির কারণে এর আগেও অনেকবার ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে। আমরা সবাই দেখেছি বিশ্বকাপে সে কী দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। এটা শুধুমাত্র সময়ের ব্যাপার। আপনাদের সবার সমর্থন ও ভালোবাসায় আমরা আপ্লুত। সকলের এই ঐক্যটা জাতি হিসেবে খুব

আমার ছেলে ষড়যন্ত্রের শিকার: সাকিবের বাবা

Image
ছেলের ওপর আইসিসির নিষেধাজ্ঞার বিষয়টি ষড়যন্ত্র হিসেবে দেখছেন সাকিব আল হাসানের বাবা মাসরুর রেজা। তিনি বলেছেন, আমার ছেলে ষড়যন্ত্রের শিকার। মঙ্গলবার (২৯ অক্টোবর) তিনি এ মন্তব্য করেছেন উল্লেখ গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।  খবরে বলা হয়েছে, সাকিবের বাবা বলেন,আমার ছেলে ষড়যন্ত্রের শিকার। সে এমন কোনো অপরাধ করেনি যে তাকে নিষিদ্ধ করতে হবে। ভুল তো মানুষের হতেই পারে। সাকিব বাংলাদেশের গর্ব, তথা মাগুরার গর্ব। এর আগে জুয়াড়িদের কাছ থেকে তিনবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও তা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) না জানানোর অপরাধে সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এর মধ্যে এক বছরে নিষেধাজ্ঞা স্থগিত রাখা

সাকিব ভুল করেছে: প্রধানমন্ত্রী

Image
জুয়াড়ির ফোনের বিষয়টি আইসিসি কিংবা বিসিবিকে না জানিয়ে সাকিব আল হাসান ভুল করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সাকিবের পাশে থাকা হবে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৯ অক্টোবর) গণভবনে সংবাদ সম্মেলনে একটি দৈনিকের সম্পাদক সাকিবের বিষয়ে প্রশ্ন করলে উত্তরে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এক জুয়াড়ির টেলিফোনের তথ্য গোপনের অপরাধে শাস্তির মুখোমুখি হতে হচ্ছে টাইগারদের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকে। আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের কোড অব কন্ডাক্টে তার ছয় মাস থেকে ৫ বছর পর্যন্ত শাস্তি হতে পারে। আইসিসি কী সিদ্ধান্ত নেবে সেদিকে তাকিয়ে আছে বিসিবি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জুয়াড়িদের কবল থেকে ক্রিকেটকে রক্ষা করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে আইসিসি। তাদের হয়ে প্রকাশ্যে ও গোপনে কাজ করছে দুর্নীতি দমন ইউনিট (আকসু)। প্রধানমন্ত্রী বলেন, বিসিবি সাকিবের সঙ্গে আছে ও সহযোগিতা দেবে। জুয়াড়িরা এসব খেলোয়াড়দের সঙ্গ যোগাযোগ করে। ওর উচিৎ ছিল জানানো। কিন্তু গুরুত্ব দেয়নি। এখানে সে একটা ভুল করেছে। তিনি বলেন, আপনারা জানেন আইসিসি যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে আমাদের তেমন কিছু করার থাকে না। তবুও...

ঢাকায় প্রতিদিন পরিবহনে দেড় কোটি টাকার চাঁদাবাজি

Image
রাজধানী ও এর আশেপাশের নানা রুটে চলাচল করে প্রায় ১৫ হাজার বাস, এ থেকে দিনে চাঁদাবাজি হয় অন্তত দেড় কোটি টাকা। আর এই তথ্য দিচ্ছেন চালক ও মালিকেরাই। অভিযোগ আছে, এই চাঁদার বড় একটি অংশ নিচ্ছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ। ১৯৯৪ সালের মির্জা আব্বাসের কমিটিরও সাধারণ সম্পাদক ছিলেন তিনি। তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে এর দায় পরিবহন কোম্পানিগুলোর ওপর চাপাচ্ছেন এনায়েত উল্লাহ। সকালে সড়কে বাস নামালেই গাড়িপ্রতি এক হাজার ২০০ থেকে এক হাজার ৮০০ টাকা দিতে হয় ঢাকা পরিবহন মালিক সমিতি ও নানা রুটের মালিক সমিতিকে। এর ৩০ ভাগ শ্রমিক ইউনিয়ন আর ৫ ভাগ পায় শ্রমিক ফেডারেশন। তবে এই লেনদেনের কারণ জানা নেই কারো কাছে। বাস মালিকদের অভিযোগ, চাঁদা না দিলে সড়কে চলতে দেয়া হয় না গাড়ি। এ সমস্যার সমাধান হলে কম ভাড়ার যাত্রী পরিবহনের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরবে বলেও মনে করেন তারা। প্রতিদিন তোলা এই চাঁদার পরিমাণ মাসে দাঁড়ায় প্রায় ৩০-৩২ কোটি টাকা, আর এর পুরোটাই যায় পরিবহন খাতের সিন্ডিকেটের হাতে। এ সিন্ডিকেটে আছে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতসহ সব দলের লোক। তবে ঢাকা সড়ক পরিবহন ...

খালেদাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে চান স্বজনরা

Image
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যেতে চায় তাঁর পরিবার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর একথা জানান তাঁর বড় বোন সেলিমা ইসলাম। বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান তার পরিবারের সদস্যরা। সেখানে ঘণ্টাখানেক অবস্থান করেন তারা। সাক্ষাৎ করতে যাওয়া স্বজনদের মধ্যে ছিলেন, বেগম জিয়ার বোন বেগম সেলিমা ইসলাম, তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বড় বোন শাহিনা জামান খান, বেগম জিয়ার ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, খালেদা জিয়ার ভাইয়ের ছেলে অভিক ইস্কান্দারসহ ছয়জন। এর আগে, গত ১১ অক্টোবর পরিবারের ছয় সদস্য খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। হাসপাতাল থেকে বের হয়ে সেলিমা ইসলাম বলেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে চান তারা। গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি খালেদা জিয়া। পরে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

আবারো শিল্পী সমিতির নেতৃত্বে মিশা-জায়েদ

Image
ইতিহাস গড়া হলো না মৌসুমির। নন্দিত এই চিত্রনায়িকাকে হারিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হলেন মিশা সওদাগর। সাধারণ সম্পাদক পদ জিতে নিয়েছেন জায়েদ খান। শনিবার রাত ২ টায় ঘোষিত ফলাফলে শিল্পী সমিতির নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো জয় পায় মিশা-জায়েদের ২১ সদস্যের পূর্ণ প্যানেল। নির্বাচিতরা ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন। দিনভর ভোটগ্রহণ শেষে শুক্রবার সন্ধ্যা ৭ টায় শুরু হয় ভোট গণনা। ভোটারদের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শনিবার রাত ২ টায় ফলাফল ঘোষণা করা হয়। ১০২ ভোটের বিশাল ব্যবধানে মৌসুমিকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হলেন মিশা সওদাগর। সহ-সভাপতির দুটি পদে জয়ী হয়েছেন ৩১১ ভোট পাওয়া মনোয়ার হোসেন ডিপজল ও ২৯৩ ভোট পাওয়া রুবেল। ইলিয়াস কোবরাকে ২১৬ ভোটে হারিয়ে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২৮৪ ভোট পাওয়া জায়েদ খান। সহ-সাধারণ সম্পাদক পদে জয়ী আরমান পেয়েছেন ২৮১ ভোট। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয়ী চিত্রনায়ক ইমন ২৪৭ আর ২৩০ ভোট পেয়ে সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন জাকির হোসেন। এছাড়া সাংগঠনিক সম্পা...

আবরার হত্যায় বুয়েট ছাত্রলীগের ১০ নেতা-কর্মী পাঁচ দিনের রিমান্ডে

Image
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার বুয়েট শাখা ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে পাঁচ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন। এর আগে পুলিশ এই ১০ জনকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে। রাষ্ট্রপক্ষ থেকে আদালতকে বলা হয়, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন এই ১০ আসামি। তাঁরা ঠান্ডা মাথায় খুন করেছেন। এই ১০ আসামি যে আবরার ফাহাদ হত্যা মামলায় জড়িত, তা ভিডিও ফুটেজে দেখা গেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতকে আরও বলেন, তাঁরা ছাত্র নামের কলঙ্ক। আবরার ফাহাদকে হত্যা করার পর বীরদর্পে ঘুরেছেন। ডাক্তারও ডাকেননি। তাঁরা সবাই খুনি। রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান আদালতে বলেন, একজন সহপাঠী আরেকজন সহপাঠীকে এমন নির্মমভাবে পিটিয়ে হত্যা করতে পারেন? আবরার ফাহাদের কী দোষ ছিল? তাঁরা খুনি। এই খুনের রহস্য উদ্‌ঘাটনের জন্য প্রত্যেক আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। অন্যদিকে, এই মামলায় গ্রেপ্তার...

‘কষ্টের আমদানিতে’ সম্রাট

Image
ক্যাসিনো কাণ্ডে আলোচিত সদ্য বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাঈল হোসেন চৌধুরী সম্রাটকে গ্রেফতারের পর রাখা হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। কারাগারে ‘কষ্টের আমদানি’ ওয়ার্ডে রাখা হয়েছে তাকে। রোববার (৭ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতরে নেয়া হয়। ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে রাখা হয়েছে সাধারণ বন্দি হিসেবে। রোববার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে আটক করে র‍্যাব। পরে সম্রাটকে ঢাকায় এনে তার কাকরাইল কার্যলয়ে অভিযান চালায় র‌্যাব। সম্রাটের কাকরাইলের কার্যালয়ে অভিযান জব্দ করা হয় মাদক, অস্ত্র ও ক্যাঙ্গারুর চামড়া। ক্যাঙারুর দুটি চামড়া পাওয়ার ঘটনায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে সম্রাটকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন। গত ১৮ সেপ্টেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শুরু হওয়া ক্যাসিনোবিরোধী অভিযানের শুরু থেকেই নজরদারিতে ছিলেন সম্রাট। এ সময়ের মধ্যে তিনি বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরত...

জাপানের দুই যুদ্ধ জাহাজ বাংলাদেশে

Image
জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের (জেএমএসডিএফ) দুটি যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। জেএস বানজো ও জেএস তাকাশিমা নামের জাহাজ দুটি রোববার (৬ অক্টোবর) চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে জাহাজ দুটিকে স্বাগত জানায়। পরে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন সৈয়দ হেলাল হোসেন জাহাজ দুটির অধিনায়ককে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের প্রতিনিধিসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে, সফরকারী জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছলে নৌবাহিনীর জাহাজ ‘দুর্জয়’ তাদের অভ্যর্থনা জানায়। জাহাজ দুটির এ শুভেচ্ছা সফর বাংলাদেশ ও জাপানের মধ্যকার পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তিনদিনের শুভেচ্ছা সফর শেষে জাহাজ দুটি আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ ত্যাগ করবে।

বুয়েটের হলে ছাত্রের মরদেহ, পিটিয়ে হত্যার অভিযোগ

Image
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলে আবরার ফাহাদ নামে এক ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৭ অক্টোবর) ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়। আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের লেভেল-২ এর টার্ম ১ এর ছাত্র ছিলেন। তিনি শের-ই বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন। তার বাড়ি কুষ্টিয়া শহরে। কুষ্টিয়া জেলা স্কুলে তিনি স্কুলজীবন শেষ করে নটরডেম কলেজে পড়েন। রোববার (৬ অক্টোবর) রাতে তাকে প্রথম ও দ্বিতীয় তলার সিঁড়ির মধ্যবর্তী জায়গায় পাওয়া যায়। পুলিশ ও তার পরিবার জানায়, এ সময় তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন ফাহাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ধারণা করছি রাত দুইটা থেকে আড়াইটার দিকে হত্যার ঘটনা ঘটেছে। আমরা মরদেহ উদ্ধার করেছি ভোরে। তার পায়ের উপরে আঘাতের চিহ্ন ছিল। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

৯৯ শতাংশ মানুষ শেখ হাসিনার পক্ষে

Image
৯ শতাংশ মানুষ মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবেন। গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ ইন্টারন্যাশনালের জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। রোববার (৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল তুলে ধরেন অস্ট্রেলিয়া প্রবাসী গবেষক অধ্যাপক ডক্টর আবুল হাসনাত মিল্টন। চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে ৯৭ শতাংশ মানুষ সন্তুষ্ট বলেও জরিপে জানা যায়। এছাড়া ৮৮ শতাংশ মানুষ মনে করেন ক্যাসিনোবিরোধী অভিযানে সরকার ও আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল হবে। জরিপে অংশগ্রহণকারীদের ৮৪ শতাংশ বৈধভাবে ক্যাসিনোর লাইসেন্স দেয়ারও বিরোধিতা করেছেন।

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু : হাসপাতাল সিলগালা, মালিক আটক

Image
নাটোরে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।এ ঘটনায় হাসপাতালের মালিককে আটক করা হয়েছে। স্বজনরা জানান, শনিবার (৫ অক্টোবর) রাতে বড়াইগ্রাম উপজেলার রামেশ্বরপুর গ্রামের গৃহবধূ সুমাইয়া খাতুনকে পেটেব্যথা নিয়ে একই উপজেলার হেলথ কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে চিকিৎসক সামিরা তাবাসসুম সাথী ভুল অস্ত্রোপচার করলে, রোববার সকালে সুমাইয়া মারা যান। এ ঘটনায় এলাকাবাসী ও পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে উঠলে পালিয়ে যান চিকিৎসক। পরে খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কাগজপত্র না থাকায় হাসপাতালটি সিলগালা করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে হাসপাতালের মালিক আকছেদ আলীকে আটক করে পুলিশ।

দেশের বিভিন্ন স্থানে চলছে তীব্র নদী ভাঙন

Image
পদ্মার পানি কমতে শুরু করলেও এবার দেখা দিয়েছে তীব্র ভাঙন। রাজবাড়ীতে নতুন করে আরো ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জে ভাঙনের কবলে পড়ার আশঙ্কায় আছেন নদী তীরের প্রায় ২০ হাজার মানুষ। শরীয়তপুরে অস্থায়ী বাঁধে দেখা দিয়েছে ধস। এদিকে রাজশাহী ও নাটোরে এখনো পানিবন্দি হাজার হাজার পরিবার। মুহূর্তেই নদীগর্ভে বিলিন ভিটে-মাটি ও গাছপালা। হুমকির মুখে বাড়ি-ঘর। মাথাগোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন নদীপাড়ের বাসিন্দারা। পদ্মার পানি নেমে গেলেও রাজবাড়ীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। রোববার (৬ অক্টোবর) নতুন করে গোয়ালন্দ উপজেলার নতুনপাড়া এলাকায় ৩০টি পরিবার বসত-বাড়ি হারিয়েছেন। এ নিয়ে গত এক সপ্তাহে কয়েকশ’ পরিবার গৃহহীন হয়ে পড়েছে। চাঁপাইনবাবগঞ্জে কমছে পদ্মা ও মহানন্দার পানি। তবে গোমস্তাপুরের প্রায় তিন কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। হুমকির মুখে ১০টি শিক্ষা প্রতিষ্ঠান, ২টি মসজিদসহ প্রায় ৮ হাজার বাড়ি। শরীয়তপুরে পানি নেমে গেলেও পদ্মার তীব্র স্রোতের কারণে আবারো শুরু হয়েছে ভাঙন। কেদারপুর এলাকার অস্থায়ী বাঁধের ১৫ মিটার অংশ নতুন করে ধসে পড়েছে। জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা...

ক্যাসিনো থেকে টাকার পাহাড় গড়েছেন সম্রাট

Image
প্রভাব খাটিয়ে ঢাকায় গড়ে তুলেছিলেন বিশাল ক্যাসিনো নেটওয়ার্ক। গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর পর এমন সব অভিযোগে নানা মহল থেকে গ্রেফতারের দাবি যখন তুঙ্গে ঠিক তখন আত্মগোপনে চলে যান যুবলীগের প্রভাবশালী নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। জল্পনা-কল্পনা শেষে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সহযোগী আরমানসহ তাকে আটক করেছে র‌্যাব। ১৮ সেপ্টেম্বর শুরু হওয়া আইনশৃঙ্খলা বাহিনীর ক্যসিনো বিরোধী অভিযানের পর থেকেই পুরো ঢাকার ক্যাসিনো ব্যবসার নিয়ন্ত্রক হিসেবে আলোচনায় আসে ইসমাইল চৌধুরী সম্রাটের নাম। অভিযান শুরুর প্রথম তিনদিন খোলা ছিলো ফোন নম্বর। এরপর শতাধিক যুবকের পাহারায় অবস্থান নেন কাকরাইলের ভূঁইয়া ম্যানশনে তার ব্যক্তিগত কার্যালয়ে। এরপর থেকেই লাপাত্তা সম্রাট। ২২ সেপ্টেম্বর দেয়া হয় দেশত্যাগে নিষেধাজ্ঞা। সবমহলে শুরু হয় সম্রাট গুঞ্জন। নেতৃত্বে। যা থেকে প্রতিরাতে ৪০ লাখের বেশি অবৈধ টাকা আয় হতো তার। এছাড়া চাঁদাবাজি, অবৈধ পার্কিং, মতিঝিলসহ ঢাকা দক্ষিণের বিভিন্ন সরকারি দপ্তরের টেন্ডার নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব খাত থেকেও হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা। সব শেষ ক্যাসিনো বিরো...