Posts

Showing posts from September, 2019

দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে রিয়াল

Image
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আসরে জয়ে ফেরার মিশনে এ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এ যাত্রায় প্রতিপক্ষ বেলজিয়ামের ক্লাব ব্রুজ। পিএসজির বিপক্ষে ম্যাচের দু:সহ স্মৃতি ভুলতে চায় জিদান শীষ্যরা। বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার রাত ১০টা ৫৫ মিনিটে। একই সময়ে আরেক ম্যাচে লড়বে আটালান্টা ও শাখতার দোনেৎস্ক। গেল ১৯ সেপ্টেম্বর। পার্ক দে প্রিন্সেসে লা লিগায় উড়তে থাকা রিয়াল মাদ্রিদকে মাটিতে নামিয়ে এনেছিল প্যারিস সেন্ট জার্মেই। ডি মারিয়ার জোড়া গোলে মাথা তুলে দাঁড়াতেই পারেননি জিদান শীষ্যরা। সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। এ গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে শূন্য পয়েন্ট রিয়ালের। যা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সবচেয়ে সফল দলটির পাশে বড্ড বেমানান। গেল মৌসুমে ইউরোপ সেরার আসরটা দু;সহ এক অধ্যায় রিয়ালের জন্য। টানা তিনবারের চ্যাম্পিয়নদের যাত্রাটা নক আউট পর্বেই রুখে দিয়েছিলো আয়াক্স। এ মৌসুমে ঘর গুছিয়ে ছন্দে ফিরতে মরিয়া জিদান শীষ্যরা। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ক্লাব ব্রুজ। প্রথম ম্যাচে তারাও গ্যালাতাসারের সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছে। ১ পয়েন্ট নিয়ে বেলজিয়ামের ক্লাবটিও হন্ন হয়ে আছে জয়ের খোজে। ...

১০ বছর পর ঘরের মাঠে জয় পাকিস্তানের

Image
দশ বছর পর নিজেদের মাটিতে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে দাপটের সঙ্গে হারিয়েছে পাকিস্তান। নিরাপত্তাজনিত কারণে নিয়মিত একাদশের অনেক লঙ্কান ক্রিকেটারই ছিলেন না পাকিস্তান সফরে। তাই খর্বশক্তির শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান জিতেছে অনায়াসেই। আগে ব্যাট করে বাবর আজমের সেঞ্চুরিতে পাকিস্তান ৩০৫ রানের লড়াকু পুঁজি পায়। জবাবে চরম ব্যাটিং বিপর্যয় সামলে লঙ্কানরা থামে ২৩৮ রানে।  ১০৫ বলে ৮ চার আর চারটি ছক্কায় ১১৫ রান করে লাহিরু কুমারার বলে আউট হন বাবর আজম। হারিস সোহেলের ৪০ ও শেষদিকে ইফতিখার আহমেদের ঝড়ো ৩২ রানের ইনিংসে ৩০০ পেরিয়ে যায় পাকিস্তানিদের পুঁজি। জবাবে ব্যাট করতে নামলে ২৮ রানে পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে ধুকতে থাকে শ্রীলঙ্কা। শিহান জয়াসুরিয়া ও দাসুন শানাকার দারুণ জুটিতে এক পর্যায়ে অবিশ্বাস্য জয়ের ক্ষীণ আশা জেগে ওঠে। তবে হঠাৎ খেই হারিয়ে ফেলেন তারা। ১৭৭ রানের জুটি ভাঙে জয়াসুরিয়ার আউটে। ৯৬ রানে থাকা জয়াসুরিয়া শেনওয়ারির বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। সঙ্গী বিচ্ছেদের পরের ওভারেই বিদায় নেন দাসুনও। এরপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইনআপ। এই জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচ সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেল...

শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানে হারল সাকিবের বার্বাডোস

Image
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানে হেরেছে সাকিবের দল বার্বাডোস ট্রাইডেন্টস। সেন্ট কিটসের বিপক্ষে হারে পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে বার্বাডোস। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স সাকিবের। ৪ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সাকিব। অন্যদিকে ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন টাইগার অলরাউন্ডার। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান তার। সাকিবের অনবদ্য পারফরম্যান্সের পরও জয় পায়নি বার্বাডোস। ১৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল বার্বাডোসের। দলীয় ৮৫ রানে সাকিব আউট হওয়ার পর ব্যাটিংয়ে ধস নামে। মাত্র ৯৯ রানে ৭ উইকেট পড়ে যায়। শেষদিকে রেইফারের ঝোড়ো ইনিংসে জয়ের আশা দেখছিল সাকিবের দল। শেষ বলে প্রয়োজন ছিল ২ রান। কিন্তু ড্র্যাকসের বলে গার্নি বোল্ড হলে ১ রানে হারে বার্বাডোস। সেন্ট কিটসের পক্ষে ৩ উইকেট নেন কটরেল ও ব্রাথওয়েট।

ভুটানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

Image
বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। জীবনের জোড়া গোলে ৪-১ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। ভারী বৃষ্টিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পানি জমে থাকলেও, নির্ধারিত সময়ে খেলা শুরু হয়েছে। ৪-৪-২ ফরমেশনে ছক সাজিয়েছেন কোচ জেমি ডে। শুরু থেকেই ভুটানের রক্ষণ ব্যস্ত রাখেন জীবন-সাদ উদ্দিন। দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করেছেন বিপলু আহমেদ। তবে অপেক্ষা বাড়তে দেননি জীবন, ম্যাচের ১০ মিনিটে হেড থেকে গোল কোরে এগিয়ে নেন দলকে। ৩৮ মিনিটে আবারো জীবনের গোলে ২-০তে এগিয়ে যায় বাংলাদেশ।

দুর্নীতি না হলে দেশের চেহারা পাল্টে যেত: প্রধানমন্ত্রী

Image
দুর্নীতি, অনিয়ম আর উচ্ছৃঙ্খলতায় জড়িতরা যে দলেরই হোক, তাদের কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দুর্নীতি না হলে দেশের চেহারা পাল্টে যেত। নিউ ইয়র্কে স্থানীয় সময় শনিবার বিকেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিলাসবহুল জীবনযাপনকারীদের আয়ের উৎস খুঁজে দেখার কথাও বলেন প্রধানমন্ত্রী। ম্যারিয়ট মারকুইজ হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের আরও উন্নয়নের জন্য প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানান তিনি। দুর্নীতিবাজদের কড়া হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অপরাধী যে দলেরই হোক ছাড় পাবে না। তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। শেখ হাসিনা বলেন, অসৎভাবে উপার্জিত টাকা সমাজকে বিকলাঙ্গ করে দেয় এবং যারা সৎভাবে জীবন যাপন করতে চায় অসৎ মানুষের দৌরাত্মের কারণে তাদের জীবনযাত্রাও কঠিন হয়ে পড়ে। গত ১০ বছরে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি না হলে দেশের চেহারা পাল্টে যেত। তিনি বলেন, ফাঁকফোকর কোথায় এবং কারা উন্নয়ন প্রক...

আড়াই বছর পর এমন রূপে মাহমুদউল্লাহ

Image
প্রয়োজনের সময়ই জ্বলে উঠলেন মাহমুদউল্লাহ রিয়াদ। পেলেন ফিফটি। তার ৬২ রানে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ১৭৬ রানের বড় লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই ইনিংস দিয়ে আড়াই বছরেরও বেশি সময় পর জাতীয় দলের জার্সিতে টি-টুয়েন্টি ফিফটির খরা কাটালেন মাহমুদউল্লাহ। সবশেষ ২০১৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছিলেন মিডলঅর্ডারের অন্যতম এ ভরসা। টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। প্র থম ওভারে দেখেশুনে খেলার পর দ্বিতীয় ওভারেই হাত খোলা শুরু লিটনের। কাইল জার্ভিসের করা সেই ওভারে আসে দুই চার। আইন্সলে এনডল্ভুর করা তৃতীয় ওভারে ঝড় তোলেন লিটন। দুই ছক্কা ও এক চারে সেই ওভারে আসে ২১ রান। লিটনের দেখাদেখি হাত খুলতে চেয়েছিলেন অভিষিক্ত ওপেনার নাজমুল হোসেন শান্ত। তবে তার ইনিংস লম্বা হয়নি। ৯ বলে এক চারে ১১ করার পর পঞ্চম ওভারে জার্ভিসকে রিটার্ন ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। পাওয়ার প্লের শেষ ওভারে ফেরেন লিটনও। ক্রিস্টোফার এম্পোফুর বলে ফাইন লেগ দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে মাদজিবার দারুণ এক ক্যাচে কাঁটা পড়েন ডানহাতি ব্যাটসম্যান। ফেরার আগে দুই ছক...

জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

Image
চট্টগ্রাম থেকে: জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিকদের সামনে দাঁড়াতেই পারেনি হ্যামিল্টন মাসাকাদজার দল। ১৭৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সফরকারীরা গুঁটিয়ে যায় দেড়শর আগেই। এদিন অভিষিক্ত লেগস্পিনার আমিনুল ইসলাম ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট নিয়ে ঝলক দেখিয়েছেন। আর মোস্তাফিজুর রহমান দুই উইকেট নেয়ার পথে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বোলার হিসেবে বাংলাদেশের জার্সিতে টি-টুয়েন্টি ফরম্যাটে উইকেটের ফিফটি ছুঁয়েছেন।বাংলাদেশের জয়ে দুই ম্যাচ আগেই ফাইনাল নিশ্চিত হয়ে গেছে আফগানিস্তানের। আগামী ২৪ সেপ্টেম্বর মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে দু’দলের ট্রফির লড়াই। তার আগে চট্টগ্রামে ২১ সেপ্টেম্বর গ্রুপপর্বে নিজেদের শেষ দেখায় ফাইনালের রিহার্সেল দেবে বাংলাদেশ ও আফগানিস্তান। টানা তিন ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়া জিম্বাবুয়ে শুক্রবার চট্টগ্রামেই আফগানিস্তানের বিপক্ষে খেলবে। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ-১৭৫/৭, জিম্বাবুয়ে-১৩৬/১০ আফগানিস্তানের কাছে গত ম্যাচে শোচনীয় হারে ত্রিদেশীয় সিরিজে ফাই...

ব্যাটিং নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েই গেল

Image
চট্টগ্রাম থেকে: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কিউরেটর বলছিলেন, গতানুগতিক ব্যাটিং উইকেটই বানানো হয়েছে। ম্যাচ শুরু হতেই দেখা গেল তার কথার প্রতিফলন। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুললেন ওপেনার লিটন দাস। তাতে জাগল বিশাল সংগ্রহের আশা। কিন্তু ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে শেষমেশ বাংলাদেশ পেয়েছে ১৭৫ রানের পুঁজি! বেশ কিছুদিন ধরেই বাংলাদেশকে ভোগাচ্ছে ব্যাটিং। বুধবার সুযোগ এসেছিল বড় সংগ্রহ গড়ে হারানো আত্মবিশ্বাস ফেরানোর। ত বে ছন্দে ফেরার সুযোগ কাজে লাগাতে পেরেছেন কেবল মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন।৪১ বলে ৬২ রানের ইনিংস খেলে দলকে টেনে নিয়েছেন মাহমুদউল্লাহ। অসাধারণ সব শটে ২২ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলে দারুণ ভিত দিয়ে যান লিটন। নিজের অভিষেক টি-টুয়েন্টিতে ওপেনিংয়ে নামা নাজমুল হোসেন শান্ত করতে পেরেছেন ৯ বলে ১১ রান। আউট হয়েছেন সাধারণ এক ডেলিভারিতে। তিনে নামা সাকিব আল হাসান বোলারকে উইকেট ‘উপহার’ দিয়ে এসেছেন। করেছেন ৯ বলে ১০ রান।কিছুটা সময় নিয়ে খেলা মুশফিকুর রহিম ২৬ বলে করেছেন ৩২ রান। যখন চার-ছক্কা সময়ের দাবি আউট হয়েছেন তখনই। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশকে অসা...

শোভন-রাব্বানীর বিরুদ্ধে যত অভিযোগ

Image
ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে এখনও নানা আলোচনা-সমালোচনা চলছে। এ নিয়ে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগসহ নানা কারণে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৪৪৫ কোটি উন্নয়ন প্রকল্পে ৪-৬ শতাংশ চাঁদা দাবির অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এ অভিযোগকে ভিত্তিহীন বলছেন। তিনি বলেন, বরং শাখা ছাত্রলীগকে কেন চাঁদা দেয়া হলো এর জবাব চাওয়া হয়েছিল ভিসির কাছে। গোলাম রাব্বানী বলেন, ‘ছাত্রলীগকে ম্যাম বা তার কর্নসার্ন একটা অ্যামাউন্ট দিয়েছে। এটা জাবির সকলের প্রায় মুখে মুখে আসছে। সেটার বিষয়ে জানতে, জানাতে গিয়েছিলাম। আমরা টাকা চাইতে যায়নি।' রাব্বানীর এ বক্তব্য প্রত্যাখান করেছে জাহাঙ্গীরনগর ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে এ নিয়ে বিবৃতিও দিয়েছে ইউনিটটি। এদিকে বৃহস্পতিবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারির বক্তব্যকে প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি বল...

হঠাৎ দলে কেন রনি?

Image
ত্রিদেশীয় সিরিজে হঠাৎ করে দলে নেওয়া হয়েছে টাইগারদের বা-হাতি পেসার আবু হায়দার রনিকে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিসিবি গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। ম্যাচে আগে সন্ধ্যায় কেন তাকে দলে নেওয়া হয়েছে? জানা যায়, স্কোয়াডে থাকা আরেক পেসার ইয়াসিন আরাফাত মিশুর চোট। নোয়াখালীর এই ক্রিকেটার দলে ডাক পেয়ে চমক সৃষ্টি করলেও প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে একাদশ সুযোগ পাননি। দ্বিতীয় ম্যাচেও সুযোগ না পাওয়ার সম্ভাবনা খুবই কম। কেননা এই ক্রিকেটার পিঠ ও পাঁজরের চোটে ভুগছেন। এই সিরিজে তার খেলার আর কোন সম্ভাবনা নেই। এজন্য স্কোয়াড ডাক পেয়েছেন বা-হাতি পেসার। বাঁহাতি পেসার রনি জাতীয় দলের জার্সির গায়ে ২ ওয়ানডে ও ১৩ টি-২০'তে খেলেছেন। ২০১৬ সালে অভিষেক হয় আবু হায়দার  এদিকে, আজ সন্ধ্যায় (১৫ সেপ্টেম্বর) সিরিজের তৃতীয় ও নিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। বাংলাদেশে স্কোয়াড : সাকিব আল হাসাস (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সৈকত হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, ইয়াসিন আরাফাত মিশু ও আবু...

জনগণের আস্থা অর্জনে পুলিশ কর্মকর্তাদের কাজ করতে বললেন প্রধানমন্ত্রী

Image
জনগণের আস্থা অর্জনে পুলিশ কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের চলমান উন্নয়ন ধরে রাখার পাশাপাশি বিপদে জনগণের বন্ধু হয়ে কাজ করতে হবে। রোববার (১৫ সেপ্টেম্বর) রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে ৩৬তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় জঙ্গি, সন্ত্রাস আর মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নবীন পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন শেখ হাসিনা। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা বিধান এবং অপরাধ নিয়ন্ত্রণ ও দমনে অগ্রণী ভূমিকা পালনকারী বাহিনী বাংলাদেশ পুলিশ। অনুষ্ঠানে শুরুতে প্রধানমন্ত্রী গাড়িতে করে নবীন সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে বিভিন্ন ইউনিটের সুসজ্জিত অভিবাদন ও সালাম গ্রহণ করেন। এছাড়া প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মাঝে পদক বিতরণ করেন সরকার প্রধান পরে নবীন অফিসারদের উদ্দেশে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। প...

ছাত্রলীগের নতুন সভাপতির পরিচয়

Image
বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির পদ পেয়েছেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি আল-নাহিয়ান খান জয়। একই সঙ্গে সাধারণ সম্পাদক হয়েছেন সিনিয়র যুগ্ম সম্পাদক লেখক ভট্টাচার্য। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এসময় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। নতুন দায়িত্ব পাওয়া নাহিয়ান খান জয় মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তিনি তার বাবা বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা আবদুল আলী। বরিশাল জিলা স্কুলে অধ্যয়নরত অবস্থাতেই  বাবার হাত ধরে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছিলেন জয়। জয় স্কুল জীবনে উপজেলা ছাত্রলীগেও সম্পৃক্ত ছিলেন। তিনি এসএসসি পাস করে ঢাকা কমার্স কলেজে উচ্চমাধ্যমিক শেষ করেন। জয়ের নেতৃত্বে ঢাকা কমার্স কলেজে ছাত্রলীগের কার্যক্রম অনেকটা এগিয়ে যায়। উচ্চমাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন আল নাহিয়ান খান জয়। বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক এবং পরবর্তীতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তা...

‘মায়াবতী’র পোস্টার দেখেই ফিরে যাচ্ছেন দর্শক

Image
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সারা দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় নুসরাত ইমরোজ তিশা ও ইয়াস রোহান অভিনীত ‘মায়াবতী’ সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। মুক্তির আগে থেকে প্রচারণায় ব্যতিক্রম নিয়ে আসলেও সিনেমাটি দর্শক টানতে ব্যর্থ হচ্ছে।  শনিবার (১৪ সেপ্টেম্বর) সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, সিনেমাটি দেখতে হলে দর্শক আসছেন না। দর্শকরা পোস্টার দেখেই ফিরে যাচ্ছেন। এদিকে আশানারুপ দর্শক না হওয়ায় লোকসানের মুখে পড়েছেন হল মালিকরা। রাজধানীর মতিঝিলে অবস্থিত মধুমতি সিনেমা হলে চলছে ‘মায়াবতী’ সিনেমাটি। এই হলে সন্ধ্যার শোতে দেখা যায়, টিকিট কাউন্টারের সামনে উৎসুক জনতার ভিড়। হলের সিঁড়ি বেয়ে হলের রুমে গিয়ে দেখা মিলে কয়েকজন দর্শক মিলে রাজধানীর মতিঝিলে অবস্থিত মধুমতি সিনেমা হলে চলছে ‘মায়াবতী’ সিনেমাটি। এই হলে সন্ধ্যার শোতে দেখা যায়, টিকিট কাউন্টারের সামনে উৎসুক জনতার ভিড়। হলের সিঁড়ি বেয়ে হলের রুমে গিয়ে দেখা মিলে কয়েকজন দর্শক মিলে ছবিটি দেখছেন। সন্তোষজনক দর্শকের দেখা মিললেও টিকেট কেটে কেউ ভিতরে প্রবেশ করছেন না। সন্তোষজনক দর্শকের উপস্থিতি থাকার পরও কেনও ছবিটি দেখতে টিকিট কাট...

বিয়ের দাবিতে বহিষ্কৃত ছাত্রলীগ নেতার বাড়িতে তরুণীর অনশন

Image
বিয়ের দাবিতে ঠাকুরগাঁওয়ে ১০ দিন ধরে বহিষ্কৃত ছাত্রলীগ নেতার বাড়িতে অনশন করছেন এক তরুণী। সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের কানিকশালগাঁও গ্রামে ওই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজেদুল ইসলাম সজলের (২৫) বাড়িতে চলছে এই অনশন। সজলের বাবা হামিদুল ইসলাম বলেন, গত ৩১শে অগাস্ট থেকে ওই তরুণী তাদের বাড়িতে অবস্থান নিয়েছেন। ২০ বছর বয়সী ওই তরুণী বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে সজল আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। আমি তাকে বিয়ে করতে বলেছি। কিন্তু সে তাতে রাজি না। তাই আমি তার বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছি। আমি তাকে বিয়ে করব। অন্যথায় এখানেই আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করব। এর আগে ওই তরুণী সজলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছিলেন। সে মামলার পুলিশ তাকে আটক করে। সজল জামিন মুক্ত হওয়ার দিন এই অনশন শুরু করেন ওই তরুণী। এ বিষয়ে ওই তরুণী বলেন, বিয়েতে রাজি না হওয়ায় থানায় মামলা করেছি। জেলে থাকার সময় সজল বলেছে, সে যেদিন জেল থেকে বের হবে সেদিন যেন আমি তার বাড়িতে যাই। তাই এসেছি। কিন্তু এখন সে বিয়ে করছে না। এ বিষয়ে সজলের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। সজলের মা সাহেরা ব...

এক নজরে রশিদ খানের যত রেকর্ড

Image
ছোট দেশের বড় তারকা রশিদ খান। ২০ বছর বয়সী এই তারকা ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে রশিদ খানের বোলিং নৈপূণ্যে অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে ২২৪ রানের দারুণ জয় জয় তুলে নিয়েছেন। টাইগারদের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজে দুই ইনিংস মিলে ৭৫ রান সংগ্রহ করেছে। আর বোল হাতে নিয়েছে ১১টি উইকেট। এতে রশিদ খান ক্রিকেট ইতিহাসের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ড করেন। এর আগে এই রেকর্ড করেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার অ্যালান বোর্ডার ও পাকিস্তানের ক্রিকেটার ইমরান খান। এই দুই জন ক্রিকেটার ব্যাট হাতে ফিফটির পাশাপাশি বল হাতে নিয়েছে ১০ উইকেটের বেশী। এক নজরে রশিদ খানের যত রেকর্ড * ওয়ানডে ক্রিকেটে দ্রুততম উইকেট শিকারি তিনি। মাত্র ৪৪টি ওয়ানডে ম্যাচ খেলেই ১০০ উইকেট শিকার করেন রশিদ খান। * চার বলে চার উইকেট শিকারের রেকর্ডটিও নিজের দখলে রেখেছন রশিদ খান। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ২০১৯ সালে ফেব্রুয়ারিতে আইরিশদের বিপক্ষে ৪ বলে ৪ উইকেট শিকারের রেকর্ড গড়েন রশিদ খান। তার দেখাদেখি দ্বিতীয় বোলার হিসেবে এই কৃর্তী গড়েছেন লাসিথ মাল...

রোনালদো ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত লিথুনিয়া

Image
বয়স ৩৪ অথচ মাঠের মধ্যে দিব্যি দৌড়ে খেলছেন পাক্কা ৯০ মিনিট। গোলও করছেন ভুরি ভুরি। তার বয়সে অন্য খেলোয়াড়রা যখন অবসরের প্রস্তুতি নেয়, সেখানে তিনি যেন দিন দিন আরও পরিণত হচ্ছে, নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। কথা হচ্ছিলো পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। রোনালদোর হ্যাটট্রিকে লিথুনিয়াকে ৫-১ গোলে হারিয়েছে পর্তুগাল। পাঁচ গোলের রোনালদো একাই করেছেন চার গোল।মঙ্গলবার দিবাগত রাতে ২০২০ ইউরো বাছাই পর্বের ‘বি’ গ্রুপে স্বাগতিক লিথুনিয়ার বিপক্ষে খেলতে নামে পর্তুগাল। ম্যাচের ৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। ম্যাচের ২৮ মিনিটে অন্ডুসকেভিয়াস গোল করলে সমতায় ফেরে লিথুনিয়া। ১-১ ব্যবধানে সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরু থেকে লিথুনিয়াকে চেপে ধরে পর্তুগাল। ম্যাচের ৬১ মিনিটে রাফা সিলভার পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। ম্যাচের ৬৫ মিনিটে হ্যাটট্রিক করেন সিআর সেভেন। এবার বার্নাদো সিলভার পাস থেকে বল পেয়ে গোলটি করেন তিনি। ম্যাচের ৭৬ মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন রোনালদো। এটি ছিল রোনালদোর ক্যারিয়ার ৬৯৩তম গোল। শেষে সময়ে উইলিয়াম কারভালহোগোল করে লিথুনিয়...

ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, মা ও বাবা আটক

Image
ঝালকাঠিতে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় মেয়ের মা ও সৎবাবাকে আটক করেছে পুলিশ। মেয়েকে জোরপূর্বক অনৈতিক কাজ করতে বাধ্য করার অভিযোগে উক্ত মা ও সৎবাবাকে আটক করে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ওই ছাত্রীকে উদ্ধার করে ঝালকাঠি সদর থানা হেফাজতে নিয়েছে পুলিশ। আটকরা হলেন- ওই ছাত্রীর মা সাহেরা আক্তার কাজল ও সৎবাবা মো. আলম। রাতে শহরের কালীবাড়ি সড়ক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। ঝালকাঠি সদর থানা পুলিশের ওসি (তদন্ত) মো. আবু তাহের মিয়া জানান, শহরের কাঠপট্টি এলাকার মায়ের বাড়িতে গত কয়েক মাস আগে মা ও সৎবাবার সহযোগিতায় মেয়েটির সঙ্গে কয়েকজন পুরুষ শারীরিক সম্পর্কে মিলিত হয়। তার মা ও সৎবাবা তাকে এ অনৈতিক কাজে বাধ্য করে। আর এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বুধবার ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে ভর্তি করা হবে।

অনিয়ম রুখে দিলেন ক্লাস নাইনের ছাত্র

Image
নাদিম হোসেন। নবম শ্রেণির ছাত্র সে। সোমবার বিমানবন্দরে এসেছিলেন বিদেশ ফেরত পরিবারের সদস্যদের নিয়ে যেতে। অপেক্ষার ফাঁকে বিমানবন্দরের ক্যানপির বাইরের দিকে অবস্থিত একটি দোকান থেকে এক বোতল মিনারেল ওয়াটার কিনেছিলেন। দাম দিতে গিয়ে দেখলেন, বোতলের গায়ে লেখা দামের চেয়ে পাঁচ টাকা বেশি রেখেছেন দোকানদার। দোকানের এক পাশে সাঁটানো ব্যানারে লেখা আছে, খালি বোতল ফেরত দিলে পাঁচ টাকা ফেরত দেয়া হবে। অথচ দোকানদার সে বিষয়ে কিছু বলছেন না। এ বিষয়ে দোকানদারকে জিজ্ঞাসা করার পর সে জানায়, বোতল ফেরত দিয়ে পাঁচ টাকা নিতে হলে আরও পাঁচ টাকা দিতে হবে! এরপর বাধ্য হয়েই কল দিলেন এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটের নাম্বারে। ঘটনার সত্যতা পেয়ে দোকানদারকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিধান অনুযায়ী, আদায়কৃত জরিমানার ২৫ ভাগ অর্থাৎ ২৫০০ টাকা পান নাদিম হোসেন। ফেসবুকে ম্যাজিস্ট্রেটস, অল এয়ারপোর্টস অফ বাংলাদেশ পেজে জানানো হয়, ভোক্তা হিসাবে আপনার অধিকার আদায়ে আপনিও সচেতন হোন। বিমানবন্দর এলাকায় ভোক্তা হিসাবে আপনার প্রাপ্য অধিকার লঙ্ঘিত হলে ফোন করুন ০১৩০৪০৫০৬০৩ নম্বরে।

আবারও নিরাপত্তা উপদেষ্টাকে বহিষ্কার করলেন ট্রাম্প

Image
প্রায় প্রতিদিনই বিভিন্ন টুইট করে খবরের শিরোনাম হোন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার নিজ দেশের নিরাপত্তা উপদেষ্টাকে নিয়ে একটি টুইট করে খবরে এলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক টুইট বার্তায় এই বরখাস্তের ঘোষণা দেন তিনি। এ নিয়ে তৃতীয়বারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে হোয়াইট হাউজ থেকে বহিষ্কার করেছেন ট্রাম্প। তার আগে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন মাইকেল ফ্লিন এবং এইচআর ম্যাকমাস্টার। টুইটা বর্তায় ট্রাম্প লেখেন, আমি গত রাতে জন বোল্টনকে জানিয়ে দিয়েছি যে, হোয়াইট হাউসে তার আর কোনো কাজ নেই। তার অনেক প্রস্তাবের সঙ্গে আমার মতপার্থক্য রয়েছে। ২০১৮ সালের এপ্রিল থেকে বোল্টন ট্রাম্প সরকারের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন। আগামী সপ্তাহে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়া হবে বলে জানান ট্রাম্প।

গাড়ির মালিককে খুঁজছেন ব্যারিস্টার সুমন!

Image
রাজধানীর সোনারগাঁও রোড। একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রোড। আর এই রোডেই দীর্ঘদিনধরে পড়ে আছে একটি পুরোনো অকেজো-নষ্ট গাড়ি! চলাচলের রাস্তায় এ গাড়ি রাখায় যাত্রীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। সোমবার বিকেলে ফেসবুক লাইভে হাজির হয়ে এমনটাই তুলে ধরলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। লাইভের শিরোনাম ছিল, এই গাড়ির মালিক খুঁজে কেউ দিবেন কি? লাইভে এসে সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচিত এ ব্যক্তি বলেন, আমি একটি গাড়ির মালিককে খুঁজছি কিন্তু কোনোভাবেই তাকে খুঁজে পাচ্ছি না। সুমন বলেন, অনেকদিন ধরে এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় একটি গাড়ি পড়ে আছে কিন্তু কেউ মালিক খুঁজে পাচ্ছেন না। আমি এটার মালিক খোঁজার চেষ্টা করছি। তিনি বলেন, যারা ট্রাফিক বিভাগে কাজ করেন তাদের কাজ কি? সিটি কর্পোরেশনের কাজ কি? আমি আল্লাহর ওয়াস্তে বলছি, এই গাড়ির মালিককে খুঁজে বের করুন। তাকে জিজ্ঞেস করুন, কেন সে এক বছর ধরে এই জায়গায় গাড়িটি ফেলে রাখলো? গাড়ির মালিক কি আপনাদের এমন কোনো আত্মীয় যাকে জিজ্ঞেস করা যাবে না? আর না হয় আমাকে বলুন, আমি জিজ্ঞিস করি এই গাড়ির মালিককে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্...
Image
চতুর্থ দিনে শুরুতে বোলিং শুরু করেছিলেন সাকিব আল হাসান। তাঁর পঞ্চম বলে ফিরে এল দৃশ্যটা। পয়েন্ট অঞ্চলে খেলেই রানের জন্য পড়িমরি করে ছুটেছিলেন আফসার জাজাই। অন্য প্রান্ত থেকে সাড়া দেন ইয়ামিন আহমদজাই। কিন্তু পয়েন্ট থেকে ফিল্ডারের দ্রুতগতির থ্রো তৈরি করে রানআউটের সুবর্ণ সুযোগ। অথচ এক যুগ সময়ের বেশি অ কাল রানআউটের এই সুযোগও হাতছাড়া করেছেন মুশফিক। ছবি: গাজী টিভি ইউটিউব চট্টগ্রাম টেস্টে চতুর্থ দিনে রানআউটের একটি সুযোগ নষ্ট করেছেন মুশফিকুর রহিম। পুরোনো অভ্যাসমতো থ্রোয়ের সময় স্টাম্পের সামনে দাঁড়িয়ে ছিলেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক। গত বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষেও একই কাজ করে রানআউটের সুবর্ণ সুযোগ নষ্ট করেছিলেন মুশফিক চতুর্থ দিনে শুরুতে বোলিং শুরু করেছিলেন সাকিব আল হাসান। তাঁর পঞ্চম বলে ফিরে এল দৃশ্যটা। পয়েন্ট অঞ্চলে খেলেই রানের জন্য পড়িমরি করে ছুটেছিলেন আফসার জাজাই। অন্য প্রান্ত থেকে সাড়া দেন ইয়ামিন আহমদজাই। কিন্তু পয়েন্ট থেকে ফিল্ডারের দ্রুতগতির থ্রো তৈরি করে রানআউটের সুবর্ণ সুযোগ। অথচ এক যুগ সময়ের বেশি অভিজ্ঞ উইকেটরক্ষক মুশফিকুর রহিম কিনা সুযোগটা দুহাতে ফেলে দিলেন! সেই পুরো...

ক্ষুব্ধ প্রাথমিক শিক্ষকরা

Image
রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা শিওর ক্যাশের মাধ্যমে বেতন-ভাতা দেয়ার আলোচনা করা হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এ খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শিউর ক্যাশে বেতন দেয়াকে অনিরাপদ ও ভোগান্তিকর বলে অভিহিত করেছেন তারা। শিক্ষকদের বক্তব্য, এভাবে বেতন দেওয়া হলে পাড়া-মহল্লার পান দোকানে গিয়ে তাদের টাকা তুলতে হবে। এটি অসম্মানের। দ্বিতীয়ত, প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা থাকবে। শিওর ক্যাশের মাধ্যমে বেতন-ভাতা দেয়ার আলোচনার খবরে সোশ্যাল মিডিয়াতেও সরব হয়েছেন শিক্ষকরা। মোবারক হোসাইন নামে একজন শিক্ষক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, শিওর ক্যাশের যন্ত্রণা আমরা চাই না। বেতনের টাকা তোলার জন্য দোকানে গিয়ে দাড়াবো এটা কেমন কথা, আবার বেতনের টাকা থেকে কমিশন কাটা যাবে। কোন প্রয়োজন নেই। জাতি গড়ার কারিগরদের আপনারা কোথায় নিয়ে দাড় করাতে চাচ্ছেন, বুঝতে পারছি না। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এইরকম সিদ্ধান্ত যেন না হয়। সারাদেশে ৬৫ হাজার ৯০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এগুলোতে প্রায় সাড়ে ৪ লাখ শিক্ষক কর্মরত। বর্তমানে তারা নি...

সংসদ অধিবেশন শুরু আজ

Image
বিরোধীদলীয় নেতা ছাড়াই শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। বিকেল ৫ টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হবে। এর আগে বিকেল ৪ টায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হবে। তবে সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে ডাকা এই অধিবেশন সংক্ষিপ্ত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, এ অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস এবং সমসাময়িক জাতীয়-আন্তর্জাতিক বিষয়ের ওপর আলোচনা হতে পারে। উল্লেখ্য, এর আগে গত ১১ জুলাই সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়।