দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে রিয়াল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আসরে জয়ে ফেরার মিশনে এ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এ যাত্রায় প্রতিপক্ষ বেলজিয়ামের ক্লাব ব্রুজ। পিএসজির বিপক্ষে ম্যাচের দু:সহ স্মৃতি ভুলতে চায় জিদান শীষ্যরা। বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার রাত ১০টা ৫৫ মিনিটে। একই সময়ে আরেক ম্যাচে লড়বে আটালান্টা ও শাখতার দোনেৎস্ক। গেল ১৯ সেপ্টেম্বর। পার্ক দে প্রিন্সেসে লা লিগায় উড়তে থাকা রিয়াল মাদ্রিদকে মাটিতে নামিয়ে এনেছিল প্যারিস সেন্ট জার্মেই। ডি মারিয়ার জোড়া গোলে মাথা তুলে দাঁড়াতেই পারেননি জিদান শীষ্যরা। সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। এ গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে শূন্য পয়েন্ট রিয়ালের। যা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সবচেয়ে সফল দলটির পাশে বড্ড বেমানান। গেল মৌসুমে ইউরোপ সেরার আসরটা দু;সহ এক অধ্যায় রিয়ালের জন্য। টানা তিনবারের চ্যাম্পিয়নদের যাত্রাটা নক আউট পর্বেই রুখে দিয়েছিলো আয়াক্স। এ মৌসুমে ঘর গুছিয়ে ছন্দে ফিরতে মরিয়া জিদান শীষ্যরা। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ক্লাব ব্রুজ। প্রথম ম্যাচে তারাও গ্যালাতাসারের সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছে। ১ পয়েন্ট নিয়ে বেলজিয়ামের ক্লাবটিও হন্ন হয়ে আছে জয়ের খোজে। ...